করোনার নতুন ‘হটস্পট’ নারায়ণগঞ্জ!
প্রকাশিত হয়েছে : ৫:০৩:৩৯,অপরাহ্ন ০৯ এপ্রিল ২০২০ | সংবাদটি ৩৮৫ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: দেশে করোনাভাইরাস সংক্রমণের ‘হটস্পট’ হিসেবে নারায়ণগঞ্জকে বিবেচনা করা হচ্ছে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে আইইডিসিআরের পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা এমনটা জানান।
তিনি বলেন, নারায়ণগঞ্জকে আমাদের জন্য একটা হটস্পট হিসেবে চিহ্নিত করেছি। নারায়ণগঞ্জের বিষয়ে বিশেষ পদক্ষেপ নিয়ে আমরা কাজ করছি। একেবারেই আলাদা করা হয়েছে। এখন বিভিন্ন জায়গা, বিভিন্ন জেলায় যেসব রোগী শনাক্ত হচ্ছে তারা ইতিপূর্বে আক্রান্ত এলাকা থেকে গেছেন। অনেক ক্ষেত্রেই আমরা দেখেছি আমরা আগে যেসব ক্লাস্টার চিহ্নিত করেছিলাম সেসব জায়গা থেকে গিয়েছেন, যেমন নারায়ণগঞ্জ। অনেকগুলো জেলাতেই যখন আমরা রোগ চিহ্নিত করছি তখন দেখছি যে তারা (আক্রান্তরা) নারায়ণগঞ্জ থেকে গেছেন।
নরসিংদী, পটুয়াখালীর দুমকি, ব্রহ্মণবাড়িয়ায় করোনার লক্ষণ নিয়ে এসব এলাকায় তিনজন মারা যান, যাদের সবাই নারায়ণগঞ্জ থেকে আসা। এর আগেও বিভিন্ন এলাকায় জ্বর, সর্দি, কাশি নিয়ে মারা যাওয়া বেশ কিছু ব্যক্তি নারায়ণগঞ্জ থেকে অসুস্থ হয়ে সেসব এলাকায় যান বলে জানা গেছে।
নারায়ণগঞ্জ থেকে যাত্রীবোঝাই একটি বাস বৃহস্পতিবার ভোরে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার নেকমরদ এলাকায় এসেছে। এতে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ঠাকুরগাঁও জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিম জানান, তিনি সব যাত্রীদের খুঁজে বের করে কোয়ারেন্টাইনে রাখার ও বাসটির কাগজপত্র জব্দ করার নির্দেশ দিয়েছেন।
তিনি বলেন, কোনো গণপরিবহন ঠাকুরগাঁওয়ে প্রবেশ বা জেলা থেকে বাইরে যেতে পারবে না বলে আগেই ঘোষণা দেয়া হয়েছে।
ভোর থেকে সকাল ১০টা পর্যন্ত ঠাকুরগাঁও জেলায় প্রবেশের সময় একটি যাত্রীবাহী বাস ও ১৪টি মাইক্রোবাস, পিকআপ ও অ্যাম্বুলেস জব্দ করেছে পুলিশ। এসব যানবাহন যোগে ঢাকা থেকে গোপনে শতাধিক যাত্রী নিয়ে ঠাকুরগাঁওয়ে আসে।
নারায়ণগঞ্জ থেকে বরগুনার আমতলীতে আসা ১০৯ জনকে আটক করেছে পুলিশ। বুধবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার গাজীপুর নামক এলাকা থেকে তাদের আটক করা হয়। আটকদের ১৪ দিনের কোয়ারেন্টাইনে রাখা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এর আগে বুধবার সীতাকুণ্ড পৌর সদরের গোডাউন রোড এলাকায় একজন ব্যাংক কর্মকর্তার শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে। এই ঘটনায় পুরো এলাকা লকডাউন করা হচ্ছে।
আক্রান্ত ব্যক্তি নারায়ণগঞ্জের একটি ব্যাংকে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি সন্দ্বীপ। গত তিন দিন আগে নারায়ণগঞ্জ থেকে সীতাকুণ্ডের ভাড়া বাসায় আসার পর থেকে জ্বরে ভুগছিলেন তিনি।