করোনায় ২৪ ঘন্টায় আরও দু’জন আক্রান্ত!
প্রকাশিত হয়েছে : ১০:৪৬:০৭,অপরাহ্ন ০২ এপ্রিল ২০২০ | সংবাদটি ৬১৩ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে আরও ২ জন নতুন করোনাভাইরাস রোগী শনাক্ত করা হয়েছে। তবে এ রোগে নতুন কেউ মারা যাননি। এনিয়ে দেশে মোট করোনা রোগীর সংখ্যা দাড়িয়েছে ৫৬ জনে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) করোনাভাইরাস সংক্রান্ত অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। ব্রিফ করেন স্বাস্থ্য অধিদপ্তরের এমআইএস শাখার পরিচালক ডা. মো. হাবিবুর রহমান।
হাবিবুর রহমান বলেন, দেশে গত ২৪ ঘণ্টায় আরো দুইজনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। এ নিয়ে এ পর্যন্ত মোট ৫৬ জনের সংক্রমণ ধরা পড়েছে। আর এই সময়ে দেশে করোনাভাইরাসে কোনো মৃত্যু নেই। তিনি বলেন, যে দুইজনের শরীরে করোনা সংক্রমণ ধরা পড়েছে তাঁদের একজনের বয়স ৩০ থেকে ৪০ বছরের মধ্যে। অন্যজনের বয়স ৭০ থেকে ৮০ বছরের মধ্যে। আক্রান্ত দুজনই পুরুষ।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ১৪১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এ সময় দুইজন আক্রান্তের শনাক্ত করা হয়।
এছাড়া দেশে ২৪ ঘণ্টায় ৫ জনকে আইসোলেশনে নেয়া হয়েছে। বর্তমানে মোট ৭৮ জন আইসোলেশনে রয়েছে।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, কোভিড-১৯ নিয়ে ১২ হাজার ৪৪৮ জন প্রশিক্ষণ নিয়েছে।