ঢামেক আইসোলেশনে থাকা দুইজনের মৃত্যু!
প্রকাশিত হয়েছে : ৪:১৬:৪৫,অপরাহ্ন ০১ এপ্রিল ২০২০ | সংবাদটি ৫৪৪ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে থাকা দুই ব্যক্তির মৃত্যু হয়েছে।
তাদের একজন বুধবার (১ এপ্রিল) ভোরে, অপরজন মঙ্গলবার (৩১ মার্চ) রাতে মারা যান।
করোনা সন্দেহভাজন মনে হওয়ায় তাদের দুজনেরই রক্তের নমুনা আইইডিসিআরএ পাঠানো হয়েছে বলে জানিয়েছেন হাসপাতালটির পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একেএম নাসির উদ্দিন।
তিনি জানান, তাদের একজন সোমবার (৩০ মার্চ) ও অপরজন (৩১ মার্চ) হাসপাতালে ভর্তি হন।
এদের ১ জনের বয়স ৬৫ ও অপরজনের ৩২ বছর। তারা দুজনই পুরুষ। তাদের মাল্টিপল ডিজিজ ছিল। এছাড়া তাদের মধ্যে অল্প করোনাভাইরাসের সিনড্রোম ছিল। এ জন্য তাদেরকে হাসপাতালের নতুন ভবনের নিচ তলায় আইসোলেশন ওয়ার্ডে ভর্তি রাখা হয়। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাতে একজন ও বুধবার ভোরে একজনের মৃত্যু হয়।
তিনি আরও জানান, আইইডিসিআর থেকে রিপোর্ট আসলেই নিশ্চিত হওয়া যাবে তারা করোনায় আক্রান্ত ছিল কিনা।
ঢামেক হাসপাতালের সহকারী পরিচালক (অর্থ ও ভান্ডার) ডা. মো. আলাউদ্দিন আল আজাদ জানান, আইইডিসিআর থেকে রিপোর্টে নেগেটিভ আসলে মৃতদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। আর যদি করোনা পজিটিভ আসে তাহলে যথাযথ পদ্ধতিতে লাশ দাফন করা হবে।
হাসপাতাল কর্তৃপক্ষ তাদের পরিচয় প্রকাশ করেননি।