দরগাহ মসজিদে সতর্কতা, মাজারে দর্শনার্থীর ভীড়!
প্রকাশিত হয়েছে : ১২:১১:৩০,অপরাহ্ন ২১ মার্চ ২০২০ | সংবাদটি ৫৪৫ বার পঠিত
ইমরান আহমদ:: করোনাভাইরাস সংক্রামক ঠেকাতে ইতোমধ্যে সিলেটসহ দেশের বিভিন্ন মসজিদে মুসল্লিদের সমাগমে সতর্ক করা হয়েছে। শুধুমাত্র ফরজ নামাজ আদায় করে মসজিদ থেকে মুসল্লিদের বের হওয়ারও কিছু কিছু স্থানে নির্দেশ দেয়া হয়েছে।
বিশেষ করে সিলেটের দরগাহে হযরত শাহজালাল (রহ.) মসজিদে শুক্রবার (২০ মার্চ) জুমার নামাজের মাত্র ২০ মিনিট পূর্বে মুসল্লিদের ঢুকতে দেয়া হয়। আর নামাজ শেষে তালা দেয়া হয় গেইটে।
কিন্তু এই মসজিদের পাশেই অবস্থিত দরগাহ মাজারে হরহামেশার মতোই নারী-পুরুষের লোকসমাগম দেখা গেছে। মাজারটি এখনও উন্মুক্ত রয়েছে।
শনিবার (২১ মার্চ) লোকসমাগমের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এতে দেখা গেছে, মাজারের থাকা কবুতরের আশপাশে বেশ কয়েকজন নারী, পুরুষ ও শিশু দর্শনার্থী রয়েছেন। কেউ কেউ বরাবরের মতো কবুতরের সাথে ছেলফি তুলছেন।
ভাইরাল হওয়া ছবি দেখে অনেকে অনেকরকম মন্তব্য করেছেন। কেউ বলছেন, মসজিদ আল্লাহর ঘর, পৃথিবীর শান্তির জায়গা। এ শান্তির জায়গায় মুসল্লিদের ইবাদত করতে বিধি নিষেধ করা হচ্ছে। কিন্তু মসজিদের পাশেই মাজার নারী-পুরুষদের জন্য খোলা রয়েছে। এখানে এসে তারা বিনোদন করছে।
অবিলম্বে মাজার বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা।