বাংলাদেশে করোনা আক্রান্ত একজনের মৃত্যু
প্রকাশিত হয়েছে : ১০:১৩:৫৮,অপরাহ্ন ১৮ মার্চ ২০২০ | সংবাদটি ৫১৮ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: বাংলাদেশে করোনাভাইরাস আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। তার বয়স ৭১ বছর।
বুধবার (১৮ মার্চ) রাজধানীর মহাখালীতে নিয়মিত ব্রিফিংয়ে আইইডিসিআরের পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা এ তথ্য জানান।
এবিষয়ে বিস্তারিত পরবর্তীতে জানানো বলে তিনি জানিয়েছেন।
তিনি আরও জানান, নতুন আক্রান্তের সংখ্যা আরও চারজন।
এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ১৪ জনে দাঁড়িয়েছে। নতুন আক্রান্তদের মধ্যে তিনজন বিদেশ ফেরত।