কুয়েত ফেরা প্রবাসীদের ভিসার মেয়াদ বাড়ছে!
প্রকাশিত হয়েছে : ১০:০৪:১৯,অপরাহ্ন ১০ মার্চ ২০২০ | সংবাদটি ৪৮৯ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে স্ব স্ব দেশে ফেরা বাংলাদেশিসহ অন্যান্য দেশের কর্মী এবং পর্যটকদের জন্য ভিসার মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ কুয়েত।
সোমবার (০৯ মার্চ) আরব টাইমস অনলাইনের এক প্রতিবেদনে আরও জানিয়েছে, মানবিক দিক বিবেচনা করে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
আরব টাইমস বলছে, কুয়েতে কর্মরত অন্তত ১৭টি দেশের প্রবাসী শ্রমিক; যারা নিজ দেশে ফেরত গিয়ে আটকা পড়েছেন, তাদের ভিসার মেয়াদ বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছেন উপপ্রধানমন্ত্রী আনাস খালেদ আল-সালেহ।
কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী আন্ডার সেক্রেটারি মেজর জেনারেল তালাল মারাফি বলেন, স্বরাষ্ট্র ও স্বাস্থ্য মন্ত্রণালয় এবং জেনারেল অথরিটি ফর সিভিল ইনফরমেশনের সমন্বয়ে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
তিনি বলেন, প্রাইভেট খাতের যেসব প্রবাসী কর্মী বর্তমানে কুয়েতের বাইরে রয়েছেন; তাদের ভিসার মেয়াদ বাড়ানোর জন্য সংশ্লিষ্ট কোম্পানি অথবা স্পন্সরের প্রতিনিধিরা কুয়েতের সরকারি জনশক্তি কর্তৃপক্ষের কাছে বৈধ পাসপোর্টের কপি নিয়ে আবেদন করতে পারবেন।
মেজর জেনারেল তালাল মারাফি বলেন, কোনও গৃহকর্মী যদি বর্তমানে কুয়েতের বাইরে অবস্থান করেন, তাহলে আর্টিকেল ২০ অনুযায়ী তাদের রেসিডেন্সি পুনঃনবায়ন করা যেতে পারে। তবে নিয়ম এবং শর্ত অনুযায়ী, এ কাজের জন্য নাগরিকদের সংশ্লিষ্ট বিভাগে গিয়ে আবেদন করতে হবে।
কুয়েতি এই কর্মকর্তা আরও বলেন, পারিবারিক ভিসার ক্ষেত্রে- যারা বর্তমানে কুয়েতের বাইরে আছেন, তাদেরও ভিসার মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। এক্ষেত্রে তাদের বৈধ পাসপোর্ট থাকতে হবে। এছাড়া ভ্রমণকারীদের ভিসার মেয়াদও দুই মাসের জন্য বৃদ্ধির সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন তালাল মারাফি।
নতুন এই সিদ্ধান্ত বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, লেবানন, ফিলিপাইন, চীন, হংকং, ইরান, সিরিয়া, মিসর, ইরাক, থাইল্যান্ড, ইতালি, দক্ষিণ কোরিয়া, জাপান এবং সিঙ্গাপুরের নাগরিকদের ক্ষেত্রে প্রযোজ্য হবে বলে জানিয়েছে কুয়েতের ওই কর্মকর্তা।
এর আগে করোনার বিস্তার ঠেকাতে বাংলাদেশসহ অন্তত সাতটি দেশের সঙ্গে বিমান চলাচল বন্ধের ঘোষণা দেয় কুয়েত।
সোমবার (০৯ মার্চ) দেশটিতে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের এক বিবৃতিতে বলা হয়, কুয়েতের সঙ্গে বাংলাদেশের বিমান চলাচল ৭ মার্চ থেকে আগামী এক সপ্তাহের জন্য বন্ধ থাকবে। করোনাভাইরাস শনাক্তকরণের জন্য পর্যাপ্ত যন্ত্রপাতি ও সরঞ্জাম না থাকায় কুয়েত সরকার এ সিদ্ধান্ত নিয়েছে বলে বিবৃতিতে জানানো হয়।