মোদীকে সম্মান জানাবে সাধারণ মানুষও: ড. মোমেন
প্রকাশিত হয়েছে : ১:৫২:৫৪,অপরাহ্ন ০৩ মার্চ ২০২০ | সংবাদটি ৩৪৩ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সম্মান জানাবে বাংলাদেশের সাধারণ মানুষও। মোদীর সফরের বিরোধিতা যারা করছেন, এটা তাদের নিজস্ব ব্যাপার। তবে নরেন্দ্র মোদীকে সর্বোচ্চ সম্মান জানাবে বাংলাদেশ, এমনটাই জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন।
মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে সিলেটের খাদিমপাড়া ইউপির বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের উদ্বোধন শেষে সাংবাদিকদের কাছে তিনি এসব কথা বলেন।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও মুজিববর্ষের অনুষ্ঠানে অতিথি হিসেবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানিয়েছে সরকার। ভারতে বিতর্কিত নাগরিকত্ব আইনকে (সিএএ) ঘিরে রাজধানী নয়াদিল্লিতে উগ্র হিন্দুত্ববাদীদের তাণ্ডব ও মুসলিমদের ওপর আগ্রাসনের প্রেক্ষিতে মুজিববর্ষে নরেন্দ্র মোদীর আগমনের ব্যাপারে ঘোর আপত্তি জানিয়েছে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল।
এ সময় উপস্থিত ছিলেন— সিলেটের জেলা প্রশাসক কাজী এমদাদুল ইসলাম, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিনসহ আরও অনেকে।