দুর্নীতি মামলায় সাবেক রেলমন্ত্রী সুরঞ্জিত সেনের এপিএসের কারাদণ্ড, সোয়া কোটি টাকা জরিমানা
প্রকাশিত হয়েছে : ১১:০৭:৩৫,অপরাহ্ন ২২ জানুয়ারি ২০১৭ | সংবাদটি ৯৩৩ বার পঠিত
দুর্নীতি মামলায় সাবেক রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের সহকারী একান্ত সচিব (এপিএস) মোহাম্মদ ওমর ফারুকের পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে আদালত তাকে এক কোটি ২৩ লাখ ৪৭ হাজার টাকা জরিমানা এবং মোহাম্মদপুরে তাঁর একটি ফ্ল্যাট বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছেন। জরিমানা অনাদায়ে বাড়তি আরো দুই বছর ছয় মাস কারাভোগ করতে হবে তাকে।
রোববার (২২ জানুয়ারি) ঢাকার ৪ নম্বর বিশেষ জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক আতাউর রহমান এ আদেশ দেন।
ওমর ফারুকের আইনজীবী আবদুর রশিদ জানান, রায় ঘোষণার সময় তাঁর মক্কেল আদালতে উপস্থিত ছিলেন। রায় শেষে বিচারক তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
সম্পদ, তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের দায়ে ওমর ফারুককে এই দণ্ডাদেশ দেওয়া হয়েছে। তিনি প্রায় দুই কোটি টাকার সম্পদের তথ্য গোপন করেছেন বলে অভিযোগ রয়েছে।
সম্পদ, তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের ঘটনায় ২০১২ সালের আগস্ট মাসে রমনা থানায় দুদকের উপপরিচালক রাশেদুর রেজা বাদী হয়ে মামলা করেন (মামলা নং ৩৩(৮)১২)। পরে এ ঘটনায় বাদী নিজেই তদন্ত করে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে অভিযোগপত্র দাখিল করেন।