‘ভারতকে মুজিববর্ষে আমন্ত্রণ, বঙ্গবন্ধু কবরে বসে কাঁদবেন’
প্রকাশিত হয়েছে : ১১:৩৫:৪৮,অপরাহ্ন ২৪ ফেব্রুয়ারি ২০২০ | সংবাদটি ৪৯৭ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: ভারতকে জন্মশতবার্ষিকীতে আমন্ত্রণ জানানোয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কবরে বসে কাঁদবেন বলে মন্তব্য করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা এবং গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) ট্রাস্টি বোর্ডের অন্যতম ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।
তিনি বলেন, বাংলাদেশ ভারত সাম্প্রদায়িক দেশ হয়ে গেছে। সীমান্তে প্রতিনয়িত নিরীহ মানুষকে হত্যা করছে। আমাদের কী দুর্ভাগ্য, সেই ভারতকে আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে আমন্ত্রণ করছি। আমি নিশ্চিত, এ ঘটনা দেখে বঙ্গবন্ধু কবরে বসে কাঁদবেন।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ট্রান্সপোর্ট ইয়ার্ডে বিশ্ববিদ্যালয়ের অন্যতম সাংস্কৃতিক সংগঠন অগ্নিসেতু সাংস্কৃতিক পরিষদের আয়োজনে ১৯৫২ সালের ভাষা শহীদদের স্মরণে ‘হৃদয়ে বায়ান্ন’ শীর্ষক এক আলোচনা সভায় তিনিএসব কথা বলেন।
ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, আমরা নামে স্বাধীন হয়েছি বাস্তবে এর কোন প্রতিফলন নেই। পুঁজিবাদী আগ্রাসনে জনগণ আজ বিপর্যস্ত। সর্বত্র চলছে ভাষা বিকৃতি। ভাষা হলো একটি দেশের অগ্রগতির প্রধান মাধ্যম। ভাষা মানুষের অধিকার সচেতনতা করতে সহায়তা করে। বায়ান্নর যে একুশে ফেব্রুয়ারি সেখান থেকেই আমাদের যাত্রা শুরু। সেই ইতিহাসকে স্মরণ রাখতে হলে আমাদের নিজ ভাষায় অধ্যয়ন করতে হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক আনু মুহাম্মদ, গণ বিশ্ববিদ্যালয়ে উপ-উপাচার্য ডা. মো. দেলোয়ার হোসেন, রেজিষ্ট্রার মো. দেলোয়ার হোসেন, পরীক্ষা নিয়ন্ত্রক মীর মুর্ত্তজা আলী বাবু, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক মনসুর মুসা, অগ্নিসেতু উপদেষ্টা সমাজবিজ্ঞান ও সমাজকর্ম বিভাগের শিক্ষক শহীদ মল্লিক প্রমুখ। আলোচনা শেষে অগ্নিসেতুর সদস্যদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।