চলচ্চিত্র নির্মাণে বছরে ১০ কোটি অনুমোদন: তথ্যমন্ত্রী
প্রকাশিত হয়েছে : ১২:০০:২৬,অপরাহ্ন ১৮ ফেব্রুয়ারি ২০২০ | সংবাদটি ৩৬৩ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: চলতি বছর থেকে চলচ্চিত্র নির্মাণে সরকার ১০ কোটি টাকা করে অনুমোদন দেয়া হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক, পরিচালক ও প্রদর্শক সমিতিত্রয়ের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, সরকারি অনুদানে প্রতি বছর ১৫ থেকে ১৬ টি চলচ্চিত্র নির্মান হবে। এছাড়াও, সিনেমা হল ও চলচ্চিত্রের স্বার্থে বাড়তি বিদ্যুৎ বিলের বিষয়টিও বিবেচনা করা হবে বলে জানান হাছান মাহমুদ। তিনি জানান, চলচ্চিত্র প্রদর্শনের জন্য যন্ত্রাংশ আমদানির ক্ষেত্রেও এনবিআর-এর বৈঠক করে সহজীকরণ চুক্তি করবে সরকার।