মন্ত্রীর বক্তব্যে সমালোচনা: ‘গরু, মানুষ, কচুরীপানা’
প্রকাশিত হয়েছে : ৯:৪৮:১২,অপরাহ্ন ১৮ ফেব্রুয়ারি ২০২০ | সংবাদটি ৮৭০ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এক অনুষ্ঠানে উপস্থিত গবেষকদের কাছে জানতে চান, কচুরিপানার কিছু করা যায় কি না? কচুরিপানার পাতা খাওয়া যায় না কেন।
গরু তো খায়। গরু খেতে পারলে মানুষ খেতে পারবে না কেন? মানুষের খাবার উপযোগী করা যায় কিনা এ নিয়ে গবেষণার প্রয়োজন রয়েছে। সেই সঙ্গে কাঁঠালের আকার ছোট এবং গোল করা যায় কিনা সেটি নিয়েও গবেষণা করতে হবে।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক পদক প্রদান অনুষ্ঠানে গবেষকদের তিনি এমন প্রশ্ন করেন।
দেশের একজন দায়িত্বশীল মন্ত্রীর এমন বক্তব্যে দেশ-বিদেশে চলছে আলোচনা-সমালোচনা।
এনিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও ঝড় উঠেছে।
এরই প্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল তাঁর ফেসবুকে একটি মন্তব্য লিখেন।
পাঠকদের জন্য মন্তব্যটি হুবহু তুলে ধরা হলো-
‘গরু, মানুষ, কচুরীপানা,
গরু তো উদোম থাকে, আপনি কি তেমন থাকেন?
থাকেন না!
গরু মাঠেঘাটে পেশাব পায়খানা করে, আপনি করেন?
করেন না!
গরু ঘাস খায়, আপনি কি তা খান?
না!
গরু গোবরত্যাগ করে, আপনি করেন?
না!
সবগুলোর উত্তর হবে না।
কারণ আপনি গরু না।
গরু কচুরীপানা খেলে তাই আপনাকে তা খেতে হবে না।
তারপরও যদি কারো মনে হয় মানুষেরও কচুরীপানা খাওয়া উচিত তা হলে তার টিভিতে লাইভে আসা উচিত। গপগপ করে নিজে কিছু কচুরীপানা খেয়ে দেখানো উচিত।’