একমাত্র ‘ইভিএম’ ই পারে ভুয়া ভোটার রুখতে: সিইসি
প্রকাশিত হয়েছে : ৯:৪২:৪০,অপরাহ্ন ১৬ ফেব্রুয়ারি ২০২০ | সংবাদটি ২৩৫ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: একমাত্র ইভিএম ই ভুয়া ভোটার রুখতে পারে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা।
রবিবার (১৬ ফেব্রুয়ারি) সদ্য যোগদানকারী থানা নির্বাচন কর্মকর্তাদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
সিইসি নতুন কর্মকর্তাদের সতর্ক থাকার পরামর্শ দিয়ে বলেন, রাজনীতির ক্যাসিনোবাজ, দুর্নীতিবাজ এবং বহুরূপী নেতাদের নিয়ে কাজ করতে হয় ইসিকে। তাই সতর্ক হয়ে কাজ করতে হবে।
এবারের সিটি নির্বাচনে ভোটারদের কম উপস্থিতির কারণ জানতে চেয়ে সাংবাদিকদের করা প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার বলেন, এবার ঢাকা সিটি নির্বাচনে প্রার্থীরা ভোটারদের কাছে না গিয়ে রাস্তায় শো ডাউন করেছেন। সেজন্য কেন্দ্রে ভোটার আনতে ব্যর্থ হয়েছেন তারা।