চসিকে নাছির বাদ, পাঁচ উপনির্বাচনে আ’লীগের প্রার্থী চূড়ান্ত
প্রকাশিত হয়েছে : ৬:২১:০১,অপরাহ্ন ১৫ ফেব্রুয়ারি ২০২০ | সংবাদটি ৩৭১ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: আসন্ন চট্টগ্রাম সিটি করপোরেশন মেয়রসহ পাঁচ সংসদীয় আসনের উপনির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।
এতে চসিক এর বর্তমান মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিনকে বাদ দিয়ে যুগ্ম-সাধারণ সম্পাদক রেজাউল করিম চৌধুরীকে দলের মনোনয়ন দেয়া হয়েছে।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রীর সরকারি বাস ভবন গণভবনে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের যৌথসভা শেষে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের মহাসচিব ও সড়ক, সেতু এবং পরিবহণ মন্ত্রী ওবায়দুল কাদের।
এছাড়া সংসদ উপনির্বাচনে ঢাকা-১০ আসনে ব্যবসায়ী শফিউল ইসলাম মহিউদ্দিন, বগুড়া-১ আসনে শাহাদারা মান্নান, বাগেরহাট-৪ আসনে আমিরুল আলম মিলন, গাইবান্ধা-৩ আসনে উম্মে কুলসুম স্মৃতি ও যশোর-৬ আসনে শাহীন চাকলাদার দলীয় মনোনয়ন পেয়েছেন।