চলমান এসএসসি পরীক্ষার উত্তরপত্র মিললো সিএনজিতে!
প্রকাশিত হয়েছে : ১:৫৬:৫৫,অপরাহ্ন ১২ ফেব্রুয়ারি ২০২০ | সংবাদটি ৪১৫ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: ময়মনসিংহ শিক্ষা বোর্ডের আওতাধীন চলতি এসএসসি পরীক্ষার বাংলা প্রথমপত্র পরীক্ষার ৫০টি উত্তরপত্র পেয়েছেন এক সিএনজিচালক।
সোমবার (১০ ফেব্রুয়ারি) রাতে জামালপুর শহরের জয়নাল আবেদীন নামের ওই সিএনজি চালক উত্তরপত্রের বান্ডেলটি পান।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাতে এসএসসি উত্তরপত্রগুলো জামালপুর জেলা প্রশাসকের পরামর্শে তার এক সহকর্মী সিএনজিচালক আবু সাঈদ বাচ্চু সদর থানায় সাধারণ ডায়েরি করে থানায় জমা দেন।
সিএনজিচালক আবু সাঈদ বাচ্চু জানান, সোমবার সন্ধ্যার পর শহরের ভোকেশনাল মোড়ে সিএনজিচালক জয়নাল আবেদীনের সিএনজিতে ময়মনসিংহ থেকে আসা একজন যাত্রী এসএসসি পরীক্ষার বাংলা প্রথমপত্রের উত্তরপত্রের একটি বান্ডেল ফেলে রেখে যান।
তিনি খাতাগুলো মঙ্গলবার রাত সাড়ে ৮টায় জামালপুর সদর থানায় জমা দেন। পরে সদর থানায় সাধারণ ডায়েরি করে উত্তরপত্রগুলো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে জমা দেন সিএনজিচালক আবু সাঈদ বাচ্চু।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সালেমুজ্জামান জানান, একটি সাধারণ ডায়েরি করে এসএসসির বাংলা প্রথমপত্রের ৫০টি উত্তরপত্রের বান্ডেলটি থানা হেফাজতে রাখা হয়েছে।