কাদিয়ানীদের বিচার না হলে জ্বলে উঠবে দাবানল: বাবুনগরী
প্রকাশিত হয়েছে : ১২:৩১:০৬,অপরাহ্ন ১৫ জানুয়ারি ২০২০ | সংবাদটি ১৩৩১ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: ব্রাক্ষণবাড়িয়ার কান্দিরপাড়স্থ ঐতিহ্যবাহী খতমে নবুওয়াত মাদরাসায় কাদিয়ানী সন্ত্রাসীদের হামলার ঘটনার দৃষ্টান্ত বিচার ও কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করা না হলে দেশ/বিদেশে আন্দোলনের দাবানল জ্বলে উঠবে বলে হুশিয়ারী দিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব ও হাটহাজারী মাদরাসার সহযোগী পরিচালক আল্লামা জুনায়েদ বাবুনগরী।
নেক্কারজনক এ ঘটনার তীব্র নিন্দা ও কড়া প্রতিবাদ জানিয়ে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে আল্লামা বাবুনগরী বলেন, দখলের উদ্দেশ্যে খতমে নবুওয়াত মাদরাসায় কাদিয়ানীদের হামলার ঘটনা বরদাশত করা হবে না। অস্ত্র সস্ত্র নিয়ে সন্ত্রাসী কায়দায় হামলা চালিয়ে মাদরাসার ছাত্রদেরকে রক্তাক্ত করে চরম দৃষ্টতা আর দুঃসাহস দেখিয়াছে কাফের কাদিয়ানীরা।
তিনি বলেন,আমরা দীর্ঘদিন ধরে সুশৃঙ্খলভাবে আকিদায়ে খতমে নবুওয়াত নিয়ে দেশব্যাপী শান্তিপূর্ণ আন্দোলন করে আসছি। আমাদের আন্দোলনে কখনো কোন ধরনে বিশৃঙ্খলা ভাংচুর হয়নি। কাফের কাদিয়ানীরা বিনা উস্কানীতে কওমী মাদরাসার নিরিহ ছাত্র ও আলেমদের উপর হামলা চালিয়ে রক্তাক্ত করে ইতিহাসে একটি কালো অধ্যায়ের সূচনা করেছে।
৯০% মুসলিম অধ্যুষিত দেশে গুটিকয়েক কাদিয়ানী মাদরাসায় হামলা চালিয়ে কোটি কোটি নবীপ্রেমিক তৌহিদী জনতার কলিজায় আগুন জ্বালিয়ে দিয়েছে। দ্রুত সময়ের মধ্যে এ ঘটনার যথাযথ বিচার না হলে পুরো দেশ জুড়ে প্রতিবাদী আন্দোলনের দাবানল জ্বলে উঠতে পারে। এমন পরিস্থিতির সৃষ্টি হলে সরকারকেই এর দায়ভার বহন করতে হবে।
আল্লামা বাবুনগরী আরো বলেন, ঈমানদার হওয়ার জন্য আকিদায়ে খতমে নবুওয়াত তথা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী হওয়ার বিশ্বাস স্থাপন করতে হবে। আকিদায়ে খতমে নবুওয়াত ঈমানের অবিচ্ছেদ্য অংশ। কাদিয়ানীরা খতমে নবুওয়াতকে অস্বীকার করে তাই তারা কাফের৷ মুসলিম নাম ধারণ করে ৯০ শতাংশ মুসলমানের দেশে তাদের ঈমানবিধ্বংসী কোনো কার্যক্রম চলতে পারেনা।
বিশ্বনবী (সা.) এর রিসালতকে অস্বীকারকারী কাদিয়ানী অমুসলিমদের আস্ফালন এদেশের ধর্মপ্রাণ তৌহিদি জনতা মেনে নেবে না।আকিদায়ে খতমে নবুওয়াত ও বিশ্বনবীর ইজ্জত সম্মান রক্ষায় প্রয়োজনে এ দেশের লক্ষ কোটি তৌহিদি জনতা বুকের তাজা রক্ত ঢেলে দিতে প্রস্তুত রয়েছে।
অনতিবিলম্বে সুষ্ঠু তদন্তের মাধ্যমে খতমে নবুওয়াত মাদরাসায় হামলাকারী কাদিয়ানী সন্ত্রাসীদের গ্রেফতার করত:দৃষ্টান্তমূলক শাস্তি এবং হামলায় হতাহতদের সু-চিকিৎসার ব্যবস্থা করে কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করা না হলে আকিদায়ে খতমে নবুওয়াত রক্ষায় এদেশের লক্ষ কোটি তৌহিদী জনতা কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার জন্য দেশব্যাপী দূর্বার আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে বলে হুশিয়ারী উচ্চারণ করেন হেফাজত মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরী।