চার কোটি পরিবার পাচ্ছে প্রধানমন্ত্রীর ‘হাতে লেখা শুভেচ্ছাবাণী’!
প্রকাশিত হয়েছে : ৮:৫৫:০৯,অপরাহ্ন ১১ জানুয়ারি ২০২০ | সংবাদটি ৬২৩ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে দেশের নয় হাজার ৮৮৬টি ডাকঘরের মাধ্যমে চার কোটি পরিবারকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতের লেখা শুভেচ্ছাবাণী সম্বলিত পোস্টকার্ড পাঠানো হবে বলে জানিয়েছেন, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।
আর এ পোস্টকার্ডগুলো পাঠাবে বাংলাদেশ ডাক বিভাগ। মোস্তাফা জব্বার বলেন, ডাক বিভাগে ব্যবহৃত বাণিজ্যিক স্ট্যাম্পগুলোতে বঙ্গবন্ধুর ছবিযুক্ত ডাকটিকিট হবে। বঙ্গবন্ধুর সমগ্র জীবনের কালানুক্রম অনুসরণ করে একশ ছবি আর্টওয়ার্কে রূপান্তরের মাধ্যমে প্রকাশ করা হবে। এই উপলক্ষে গোল্ড ফয়েল যুক্ত পোস্টকার্ডও প্রকাশ করা হবে।
শুক্রবার (১০ জানুয়ারী) ঢাকায় জিপিওতে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর ক্ষণগণনায় ডাক বিভাগের ব্যবস্থাপনায় দু’টি ডিজিটাল ডিসপ্লে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী একথা জানান। এসময় ডিজিটাল বোতাম টিপে সংস্থাগুলোর ক্ষণগণনার ডিজিটাল ডিসপ্লের উদ্বোধন করেন তিনি।
অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব নূর-উর-রহমান ও ডাক অধিদপ্তরের মহাপরিচালক সুধাংশু শেখর ভদ্র বক্তব্য দেন।
এর আগে মন্ত্রী বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর ক্ষণগণনার জাতীয় কর্মসূচির উদ্বোধনের পরবর্তী সময়ে টঙ্গীতে টেলিফোন শিল্পসংস্থা কার্যালয়, গুলশানে টেলিটক সদর দপ্তর এবং ঢাকার পরিবাগে বিটিসিএল সদর দপ্তরে আলাদা আলাদাভাবে স্থাপিত ক্ষণগণনার ডিজিটাল ডিসপ্লে উদ্বোধন করেন। অনুষ্ঠানে সংশ্লিষ্ট সংস্থার কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।