শুভেচ্ছা জানাতে ভারতীয় ‘দুই জাহাজ’ বাংলাদেশে!
প্রকাশিত হয়েছে : ১:১৭:৪০,অপরাহ্ন ০৬ জানুয়ারি ২০২০ | সংবাদটি ৪৪৫ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: বাংলাদেশে এসেছে ভারতীয় কোস্টগার্ডের দুটি জাহাজ ‘আইসিজিএস সুজয়’ ও ‘আইসিজিএস সরোজিনী নাইডু’। তারা বাংলাদেশকে শুভেচ্ছা জানাতে চার দিনের সফরে এসেছে।
সোমবার (৬ জানুয়ারী) বেলা ১১টার সময় মোংলা ফেয়ারওয়ে বয় এলাকায় ‘বিজিজিএস সোনার বাংলা’ ভারতীয় জাহাজ দুটিকে স্বাগত জানায় এবং পরে জাহাজ দুটিকে বন্দর জেটিতে রাখা হয়।
কোস্টগার্ডের বাদক দল ব্যান্ড বাজিয়ে জাহাজ দুটিকে স্বাগত জানায়। ভারতীয় কোস্টগার্ড জাহাজ দুটিতে ডেপুটি ইন্সপেক্টর জেনারেল অনুরাগ কৌশিক ও সিওএমডিটি (যেজি) সুমিত ধিমান অধিনায়কের দায়িত্ব পালন করছেন।
আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধি, পারস্পারিক সম্পর্ক উন্নয়ন, প্রশিক্ষণ বিনিময় ও দুই দেশের মধ্যে সৌহার্দ্য ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার লক্ষ্যে বাংলাদেশ কোস্টগার্ড ও ভারতীয় কোস্টগার্ডের মধ্যকার স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী প্রতি বছর ভারত ও বাংলাদেশে পর্যায়ক্রমে কোস্টগার্ডের জাহাজগুলো শুভেচ্ছা সফর করে আসছে।
সফরের অংশ হিসেবে জাহাজ দুটির অধিনায়করা মেয়র খুলনা সিটি করপোরেশন, জোনাল কমান্ডার পশ্চিম জোন, চেয়ারম্যান মোংলা বন্দর কর্তৃপক্ষ ও কমান্ডার খুলনা নেভাল এরিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এছাড়াও ভারতীয় কোস্টগার্ডের জাহাজগুলোতে বাংলাদেশ কোস্টগার্ড সদস্যদের পেশাগত বিষয়ে প্রশিক্ষণ সভা হবে।
সফরকালে ভারতের জাহাজ দুটির কর্মকর্তা ও নাবিকরা সুন্দরবন ভ্রমণসহ খুলনা শিপইয়ার্ড এবং খুলনা ও বাগেরহাটস্থ ঐতিহাসিক স্থানগুলো পরিদর্শন করবেন। পাশাপাশি দুই দেশের কোস্টগার্ডের মধ্যে একটি প্রীতি ভলিবল প্রতিযোগিতাও হবে। সফরকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধিনস্থ পুলিশ, বিজিবি ও র্যাবের সদস্যরা জাহাজ দুটি পরিদর্শন করবেন।