তাফাজ্জুল হক হবিগঞ্জীর জানাযা সোমবার
প্রকাশিত হয়েছে : ১:০৮:২৬,অপরাহ্ন ০৫ জানুয়ারি ২০২০ | সংবাদটি ১২৯০ বার পঠিত
আামদের প্রতিদিন ডেস্ক:: উপমহাদেশের প্রখ্যাতা শায়খুল হাদীস আল্লামা তাফাজ্জুল হক হবিগঞ্জীর জানাযা সোমবার (৬ জানুয়ারী) সকাল ১০ টায় হবিগঞ্জ জামেয়া আরাবিয়া উমেদনগর টাইটেল মাদরাসায় অনুষ্ঠিত হবে।
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সিনিয়র সহসভাপতি, সিলেটের জামেয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গার শায়খুল হাদীস আল্লামা হাফেজ তাফাজ্জুল হক হবিগঞ্জী রবিবার (৫ জানুয়ারী) বিকাল ৪ টা৩৫ মিনিটে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি….রাজিউন)।
এরআগে বিকেলে তিনি অসুস্থতাবোধ করলে হবিগঞ্জ থেকে সিলেটে নিয়ে আসার পথে শেরপুরে তিনি ইন্তেকাল করেন।
মৃত্যুর সময় তাঁর বয়স ছিল ৮২ বছর। তিনি সিলেটের জামিয়া ইসলামিয়া আরাবিয়া উমেদনগর মাদরাসায় প্রায় ৫৫ বছর যাবত হাদীসের দরস দিয়েছেন। বৃহত্তর সিলেটের এক ঐতিহ্যবাহী দীনি পরিবারে তাঁর জন্ম। তাঁর পিতা ছিলেন একজন বিজ্ঞ আলেম ও সমাজ সংস্কারক। তার নানা ছিলেন একজন বড় মাপের আলেম। তাঁর মামা ছিলেন শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রহ.এর খলিফা।
উল্লেখ্য, দেশের বিশিষ্ট এ হাদিস বিশারদ ও রাজনীতিবিদ দীর্ঘদিন অসুস্থায় ভোগছিলেন। কিছুদিন আগেও তিনি রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকাৎসা গ্রহণ করেন। পরে হার্টের জন্য আইসিজি লাগান তিনি। এর আগে, স্বাস্থ্যজনিত সমস্যার কারণে কয়েকদিন সিলেট মাউন্ট এডোরা হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন ছিলেন আল্লামা তাফাজ্জুল হক হবিগঞ্জী।
এদিকে, আল্লামা তাফাজ্জল হক হবিগঞ্জি (রাহ.)এর ইন্তিকালের খবর শুনে তাৎক্ষণিক সিলেটের বিভিন্ন মাদরাসার মুহতামিম, শায়খুল হাদীস, রাজনীতিবিদ, জনপ্রতিনিধি শোক প্রকাশ করেছেন।
এছাড়া শোক প্রকাশ করেছেন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ’র সভাপতি আল্লামা আব্দুল মু’মিন শায়েখে ইমামবাড়ি, মহাসচিব আল্লামা নূর হোসাইন কাসেমী, সহসভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী, মাওলানা জহিরুল হক ভূঁইয়া, মাওলানা উবায়দুল্লাহ ফারুক, মাওলানা জুনায়েদ আল-হাবীব, সাংগঠনিক সম্পাদক মাওলানা হাফেজ নাজমুল হাসান, যুগ্মমহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, মাওলানা বাহাউদ্দীন জাকারিয়া, মাওলানা ফজলুল করীম কাসেমী, মুফতি মনির হোসাইন কাসেমী, অর্থসম্পাদক মুফতি জাকির হোসাইন কাসেমী, সহকারী মহাসচিব মাওলানা সানাউল্লাহ মাহমূদী, প্রচার সম্পাদক মাওলানা জয়নুল আবেদীন, উম্মাহ ২৪ ডটকম সম্পাদক মাওলানা মুনির আহমদ প্রমুখ।
তারা বলেছেন, দেশের শীর্ষস্থানীয় আলেম আল্লামা হবিগঞ্জীর ইন্তেকালে জাতির যে ক্ষতি হয়েছে, তা সহজে পুরণ হবার নয়। আমরা এক মূল্যবান রাহবার ও ছায়াস্থলকে হারালাম। দেশ জাতি ও উম্মাহর যে কোন দুর্দিনে তাঁর বলিষ্ঠ নেতৃত্ব ও পথনির্দেশনা ছিল আমাদের জন্য অমূল্য সম্পদ।