এনার্জি রেগুলেটরি কমিশনর খসড়া অনুমোদন
প্রকাশিত হয়েছে : ২:২০:৩৯,অপরাহ্ন ৩০ ডিসেম্বর ২০১৯ | সংবাদটি ২৪৭ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (সংশোধন) আইন, ২০১৯-এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
সোমবার (৩০ ডিসেম্বর) প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভাপতিত্ব করেন।
বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আইনটি ২০০৩ সালের। এতে একটা প্রভিশন ছিল, কমিশনের নির্ধারিত ট্যারিফ কোনো অর্থবছরে একবারের বেশি পরিবর্তন করা যাবে না। এ আইনের ফলে বছরে প্রয়োজনে একাধিকবার বিদ্যুৎ-জ্বালানির দামে পরিবর্তন আনতে পারবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। এ বিধান রাখা হয়েছে।
এনার্জি রেগুলেটরি কমিশন বিদ্যুৎ, গ্যাস, ডিজেল, পেট্রলসহ জ্বালানির দাম বছরে একাধিকবার বাড়াতে পারবে কি না এমন প্রশ্নে সচিব বলেন, এক কিংবা একাধিকবার বাড়াতে পারবে, কমাতেও পারবে।