কাদের-রাঙ্গার হাতেই জাপা, আমৃত্যু পদ পেলেন রওশন!
প্রকাশিত হয়েছে : ৯:৩০:১৮,অপরাহ্ন ২৮ ডিসেম্বর ২০১৯ | সংবাদটি ৫২৬ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: সকল গুঞ্জনের অবসান ঘটিয়ে জাতীয় পার্টির (জাপা) নেতৃত্ব জি এম কাদের ও মসিউর রহমান রাঙ্গার হাতেই থাকলো। দলটির কাউন্সিলে চেয়ারম্যান হিসেবে জি এম কাদের আর মহাসচিব হিসেবে মসিউর রহমান রাঙ্গাকে বেছে নেন নেতাকর্মীরা।
আর রওশন এরশাদকে করা হয়েছে পার্টির প্রধান পৃষ্ঠপোষক। তিনি যতদিন বেঁচে থাকবেন দলের এই পদে এককভাবে অধিষ্ঠিত থাকবেন। তার মৃত্যুর পরে পদটি আর কেউ ব্যবহার করতে পারবে না। এটি তখন বিলুপ্ত হয়ে যাবে বলে জানা গেছে।
শনিবার (২৮ ডিসেম্বর) রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের (আইইবি) সামনে আয়োজিত জাতীয় পার্টির কাউন্সিলে তাদের নির্বাচিত করা হয়। আগামী তিন বছরের জন্য দায়িত্ব পালন করবেন তারা।
কাউন্সিলে প্রধান নির্বাচন কমিশনার সিরাজুল ইসলাম তাদের নাম প্রস্তাব করলে উপস্থিত কাউন্সিলর ও ডেলিগেট এতে অনুমোদন দেন।
দলের প্রতিষ্ঠাতা ও সাবেক চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুর পর প্রথমবারের মতো কাউন্সিল করছে জাতীয় পার্টি। শনিবার সকাল দশটায় শুরু হয় ‘নিয়মরক্ষার’ এই কাউন্সিল। কাউন্সিল উপলক্ষে দলটির নেতাকর্মীদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।