আমাদের প্রতিদিন পরিবারের বিজয় শুভেচ্ছা
প্রকাশিত হয়েছে : ১১:৪২:৪৪,অপরাহ্ন ১৫ ডিসেম্বর ২০১৯ | সংবাদটি ২৯৩৩ বার পঠিত
“এক নদী রক্ত পেরিয়ে
বাংলার স্বাধীনতা আনলে যারা,
আমরা তোমাদের ভুলবো না”
মুক্তির জয়গানে মুখর কৃতজ্ঞ বাঙালি জাতি শ্রদ্ধাবনত চিত্তে স্মরণ করবে জাতির শ্রেষ্ঠ সন্তান সেই অকুতোভয় বীরদের, যাদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে এ বিজয়। বিশ্বের মানচিত্রে প্রতিষ্ঠিত হয়েছে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ।
জাতীয় জীবনে নানা সংকট আর অনিশ্চয়তা থাকলেও ১৬ ডিসেম্বর ভোরে পুব আকাশে যে নতুন সূর্য উদিত হয় তা স্মরণ করিয়ে দেয় দিনটি গৌরবের, আনন্দের, বিজয়ের।
আজ এক আনন্দের দিন। এমনি এক দিনের প্রতীক্ষায় কেটেছে বাঙালির অনেক বছর। বহু কাক্সিক্ষত সেই দিনটির দেখা মিলেছিল দীর্ঘ নয় মাসের এক রক্তক্ষয়ী সংগ্রাম শেষে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর।
মহান বিজয়ের এই দিনে আমাদের প্রতিদিন পরিবারের পক্ষ থেকে সকল পাঠক, লেখক, বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের রইল আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
সম্পাদক.