রাজধানীতে বিএনপির মিছিল থেকে আটক ৪
প্রকাশিত হয়েছে : ৮:২৩:২৯,অপরাহ্ন ১৫ ডিসেম্বর ২০১৯ | সংবাদটি ৩৬৭ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিন আবেদন খারিজ করে দেয়ার প্রতিবাদে এবং অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপির নেতাকর্মীরা। এ মিছিল থেকে চারজনকে পুলিশ আটক করেছে জানিয়েছেন বিএনপি নেতাকর্মীরা।
রবিবার (১৫ ডিসেম্বর) সকাল ১১টার দিকে ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে বাড্ডার সুবাস্তু নজরভ্যালী টাওয়ারের সামনে থেকে এ বিক্ষোভ মিছিল বের হয়। পূর্বঘোষিত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই বিক্ষোভ ও সমাবেশ করে বিএনপি।
মিছিলে নেতৃত্ব দেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। মিছলটি ফুজি টাওয়ারের সামনে গিয়ে শেষ হয়। পুলিশ মিছিলে ধাওয়া দিয়ে চারজনকে গ্রেফতার করেছে বলে জানিয়েছে বিএনপি।
তবে তাৎক্ষনিক তাদের নাম পাওয়া যায়নি।
মিছিলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- মহানগর উত্তর বিএনপির আহসানুল্লাহ হাসান, এজিএম শামসুল হক, এবিএম আবদুর রাজ্জাক, তাজুল ইসলাম, আব্দুল কাদের বাবু, নুরুল ইসলাম কাজী, তুহিন, সাজ্জাদ হোসেন রুবেল, হারুনুর রশিদ সহ তিন শতাধিক নেতাকর্মী।