‘মুক্তিযুদ্ধের চেতনায় চ্যাম্পিয়ন শেখ হাসিনা রাজাকারের পেঁয়াজ খাবেন’?
প্রকাশিত হয়েছে : ১:১১:৩৭,অপরাহ্ন ২৭ নভেম্বর ২০১৯ | সংবাদটি ৩৯৪ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: মুক্তিযুদ্ধের চেতনার চ্যাম্পিয়ন শেখ হাসিনা এখন ‘রাজাকারের’ পেঁয়াজ খাবেন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, প্রধানমন্ত্রী তো সব সময় পাকিস্তানের বিরুদ্ধে রাজাকার রাজাকার বলেন। আপনি রাজাকারের পেঁয়াজ এনেছেন কেন? আপনি কেন পেঁয়াজ এনেছেন? রাজাকারের পেঁয়াজ আপনি খাবেন, দেশের জনগণকে খাওয়াবেন। আপনি না নিজেকে মুক্তিযুদ্ধের চেতনার চ্যাম্পিয়ন দাবি করেন?
বুধবার (২৭ নভেম্বর) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৫৫তম জন্মদিন উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান ও বিনা মূল্যে ব্লাড গ্রুপ নির্ণয় কর্মসূচির অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠানটি আয়োজন করে বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজ ছাত্রদল।
রুহুল কবির রিজভী বলেন, দেশে গণতন্ত্র থাকলে রাজপথে অন্যায়ের প্রতিবাদ হবে, এটি সাংবিধানিকভাবে স্বীকৃত। খালেদা জিয়ার মুক্তির দাবিতে মিছিল হয়েছিল। কিন্তু পুলিশ-র্যাব আমাদের দমন করেছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে রিজভী বলেন, ৫০১ জনের বিরুদ্ধে আপনি মামলা করলেন। অন্যদিকে মুক্তিযোদ্ধা ইশতিয়াক আজিজ উলফাতকে রাতের অন্ধকারে বিমানবন্দর থেকে গ্রেফতার করলেন। এত ভয়, আতঙ্ক, গ্রেফতার, মামলার পরও আমরা রাজপথে দাঁড়াই এবং কথা বলি। আপনি আমাদের দমন করতে পারবেন না। আপনি আরও পুলিশ-র্যাবের সদস্য বাড়াতে পারেন। আপনি জাতীয়তাবাদী শক্তিকে দাবিয়ে রাখতে পারবেন না।