‘মা হাসিনা ভাতদে-কাপড়দে, নাইলে একটু বিশ দে’
প্রকাশিত হয়েছে : ১০:০৯:৪৫,অপরাহ্ন ২৫ নভেম্বর ২০১৯ | সংবাদটি ৪৫০ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: মজুরি কমিশনসহ ৯ দফা দাবিতে ভুখা মিছিল করেছে নরসিংদীর ইউএমসি জুট মিল শ্রমিকরা।
সোমবার (২৫ নভেম্বর) সকাল ১১টায় হাতে থালা-বাটি ও ‘মা হাসিনা ভাতদে, কাপড়দে- নাইলে একটু বিশ দে’ লেখা ব্যানার নিয়ে শ্রমিকরা মিছিল দিতে থাকেন।
ইউএমসি জুটমিলের প্রধান ফটক থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় মিল গেইটে গিয়ে শেষ হয় মিছিলটি।
বাংলাদেশ পাটকল সিবিএ-নন সিবিএ ঐক্য পরিষদ আয়োজিত এ কর্মসূচিতে হাজারো শ্রমিক অংশ নেয়।
এ সময় দীর্ঘদিনেও বকেয়া মজুরি, পিএফ’র টাকা প্রদান ও বদলি শ্রমিকদের স্থায়ীকরণ, মজুরি কমিশনসহ তাদের ৯ দফা ন্যায্য দাবি না মানায় সরকারের তীব্র সমালোচনা করে পাট মন্ত্রীর পদত্যাগ দাবি করেন শ্রমিকরা। অচিরেই দাবি না মানলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেয় শ্রমিক সংগঠনের নেতা-কর্মীরা।