পরিবর্তন আসছে ট্রেনের সময়সূচীর
প্রকাশিত হয়েছে : ১:৫২:৫১,অপরাহ্ন ২৪ নভেম্বর ২০১৯ | সংবাদটি ১৬৪০ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: বাংলাদেশ রেলওয়ে নতুন ওয়ার্কিং টাইম টেবিল (ডব্লিউটিটি) চূড়ান্ত করেছে, যেটা হবে সংস্থাটির ৫২ নম্বর টাইম টেবিল। নতুন এ টাইম টেবিলে সিলেটের ৭টিসহ দেশের ৬৭টি আন্তঃনগর ট্রেনের সময়সূচির পরিবর্তন হচ্ছে।
আগামী ১৬ ডিসেম্বর এটি কার্যকর হতে পারে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।
জানা গেছে, নতুন টাইম টেবিলে পূর্বাঞ্চলে ৪৮টি ট্রেনের মধ্যে ২৮টির এবং পশ্চিমাঞ্চলের ৫৬টি ট্রেনের মধ্যে ৩৯টি ট্রেনের সময়সূচি পরিবর্তন হচ্ছে। যাত্রার সময় পরিবর্তনের পাশাপাশি গন্তব্যে পৌঁছার সময়ও বাড়ছে অধিকাংশ ট্রেনের। এছাড়াও নতুন টাইম টেবিলে সিংহভাগ ট্রেনের রানিং টাইম (প্রারম্ভিক স্টেশন থেকে গন্তব্যে পৌঁছার সময়) বাড়ানো হচ্ছে।
নতুন টাইম টেবিল অনুযায়ী, ঢাকা-সিলেট রুটের পারাবত সকাল ৬টা ৩৫ মিনিটের পরিবর্তে ৬টা ২০ মিনিটে, পারাবত সিলেট থেকে বেলা ৩টার পরিবর্তে ৩টা ৪৫ মিনিটে, জয়ন্তিকা (ঢাকা-সিলেট) বেলা ১১টা ১৫ মিনিটের পরিবর্তে দুপুর ১২টা, জয়ন্তিকা (সিলেট-ঢাকা) সকাল ৮টা ৪০-এর পরিবর্তে বেলা ১১টা ১৫ মিনিটে, উপবন (ঢাকা-সিলেট) রাত ৯টা ৫০-এর পরিবর্তে ৮টা ৩০ মিনিটে, উপবন (সিলেট-ঢাকা) রাত ১০টার পরিবর্তে ১১টা ৩০ মিনিটে, কালনী (সিলেট-ঢাকা) সকাল ৭টার পরিবর্তে ৬টা ১৫ মিনিটে গন্তব্যের উদ্দেশে ছেড়ে যাবে।
নাম প্রকাশে অনিচ্ছুক রেলওয়ে পরিবহন বিভাগের এক কর্মকর্তা জানিয়েছেন, আন্তঃনগর ট্রেনের পাশাপাশি মেইল, এক্সপ্রেস, কনটেইনার ও গুডস ট্রেনের সময়সূচিতেও পরিবর্তন আসছে। প্রায় দুই বছর পর হলেও টাইম টেবিল চূড়ান্ত হয়েছে। এটি বাস্তবায়ন হলে ট্রেন পরিচালনার ত্রুটি-বিচ্যুতি কমে আসার পাশাপাশি ট্রেন সেবার মান আরো বাড়বে। (সিভি)