ঢাবির ‘টিএসসি’ বড় ধরণের দূর্ঘটনা থেকে রক্ষা পেলো!
প্রকাশিত হয়েছে : ৫:২৬:০৬,অপরাহ্ন ১০ অক্টোবর ২০১৯ | সংবাদটি ৫৪৬ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তন বড় ধরণের দূর্ঘটনা থেকে রক্ষা পেলো। টিএসসি মিলণায়তনে হঠাৎ আগুন লাগলে তা ভয়াবহ রূপ নেয়ার আগেই দায়িত্বরত পাহারাদার ও কর্মচারীরা আগুন নির্বাপক যন্ত্র (ফায়ার এক্সটিংগুইশার) দিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসেন। পরে ফায়ার সার্ভিস কর্মীরা গিয়ে আগুন নিভিয়ে ফেলেন। এসময় আগুন লেগে একজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১০ অক্টোবর) সন্ধ্যা ৮ টার দিকে টিএসসি মিলনায়তনের ভিতর একটি শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানা যায়।
এ ঘটনায় আহত কর্মচারীকে ঢাকা মেডিকেল কলেজ থেকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং বর্তমানে আহত কর্মচারী সুস্থ আছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আগুন এখন পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানায় নিরাপত্তাকর্মীরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, অডিটোরিয়ামের ভিতর বিদ্যুতের লাইনের ক্যাবলের একটি শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। তবে আগুন নিভানোর সময় ধোঁয়ায় একজন কর্মচারী কিছুটা আহত হয়।
টিএসসির পরিচালক আলী আকবর বলেন, লাইট নেওয়ায় সেই চিকন কেবল থেকে শর্ট-সার্কিট হয়। আগুন নেভাতে গিয়ে নাজমুল (আহত কর্মচারী) আহত হয়। আমি তাকে নিয়ে এখন ঢাকা মেডিকেলে আছি। তবে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।