যে কারণে সংসদ থেকে পদত্যাগ করবেন মোকাব্বির খান!
প্রকাশিত হয়েছে : ২:২৫:৪৯,অপরাহ্ন ১০ অক্টোবর ২০১৯ | সংবাদটি ৪৭৭ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: যুদ্ধাপরাধীদের মতো শীর্ষ ১২জন দুর্নীতিবাজের সর্বোচ্চ শাস্তি হলে দেশের ৫০ভাগ দুর্নীতি কমে আসবে বলে দাবি করেছেন গণফোরামের সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য মোকাব্বির খান।
এ ফর্মুলায় যদি দুর্নীতি না কমে তাহলে দলীয় প্রধানের অনুমতি নিয়ে সংসদ থেকে পদত্যাগ করবেন তিনি।
বৃহস্পতিবার (১০ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে গণফোরাম আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন তিনি।
বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার বিচারের দাবিতে ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রেক্ষিতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
দেশের বর্তমান সার্বিক পরিস্থিতিতে আপনার দলের সংসদ সদস্য পদত্যাগ করবে কি না জানতে চাইলে ড. কামাল বলেন, ‘সেটা দলীয় ফোরামে সিদ্ধান্ত নেয়া হবে। একই প্রশ্নের উত্তরে গণফোরাম থেকে নির্বাচিত সংসদ সদস্য মোকাব্বির খান বলেন, ‘আমি বারবার সংসদে দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করেছি, এখনও করছি এবং আমাদের সংসদ নেত্রীর বারবার দৃষ্টি আকর্ষণ করে বলেছি যে, আপনি শীর্ষ দুর্নীতিবাজদের বিচার করুন।’
মোকাব্বির বলেন, ‘দেশের শীর্ষ ১২ জন দুর্নীতিবাজকে যদি যুদ্ধাপরাধীদের মতো আইনের আওতায় এনে সর্বোচ্চ সাজা প্রদান করা হয় তারপরে যদি দেশের দুর্নীতির হার ৫০ শতাংশ কমে না যায় তাহলে আমাদের দলীয় প্রধানের অনুমতি নিয়ে সংসদ থেকে পদত্যাগ করবো।’