‘খালেদা জিয়া আজ মুক্তি পেলে, কাল বিদেশ যাবেন’!
প্রকাশিত হয়েছে : ৩:৩৪:১০,অপরাহ্ন ০১ অক্টোবর ২০১৯ | সংবাদটি ৭৭৮ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আদালত থেকে আজকে জামিন পেলে উন্নত চিকিৎসার জন্য কালকেই বিদেশে যাবেন বলে জানিয়েছেন দলটির যুগ্ম মহাসচিব সংসদ সদস্য হারুনুর রশীদ।
মঙ্গলবার (১ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) থাকা চেয়ারপারসনের সঙ্গে সাক্ষাৎ করেন বিএনপির তিন সংসদ সদস্য। সাক্ষাৎ শেষে সাংবাদিকদের একথা জানান তিনি। সাক্ষাৎ করা তিন এমপি হলেন- হারুনুর রশীদ, আমিনুল ইসলাম ও উকিল আবদুস সাত্তার।
হারুনুর রশীদ বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া চিকিৎসার সুযোগ পেলে অবশ্যই বিদেশ যাবেন।
হারুনুর রশীদ বলেন, তাঁর (খালেদা জিয়া) শারীরিক অবস্থা খুব বেদনাদায়ক, হাত ফুলে আছে, ব্যথা। নিজের খাওয়াটাও নিজের হাতে খেতে পারেন না। সঙ্গে যিনি আছেন, তিনি খাইয়ে দেন। তাঁর পোশাকও আরেকজনকে পরিয়ে দিতে হয়। এ অবস্থায় তাঁকে জেলে বন্দী রাখাটা অত্যন্ত অমানবিক।
খালেদা জিয়া দেশের বর্তমান অবস্থা নিয়ে উদ্বিগ্ন বলে জানান সাংসদ হারুন। তাঁরা খালেদাকে দেশের অবস্থা, দলের অবস্থা জানিয়েছেন।
উল্লেখ্য, গত বছরের ৮ ফেব্রুয়ারি একটি দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত হয়ে রাজধানীর নাজিমুদ্দিন রোডে পুরনো কারাগারে বন্দি জীবনযাপন করছেন খালেদা জিয়া। শারীরিক অবস্থার অবনতি দেখা দিলে তাকে দ্বিতীয়বারের মতো গত ১ এপ্রিল বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে ভর্তি করা হয়। রাখা হয় কেবিন ব্লকের ৬২৫ নং কক্ষে। সময় সময় সেখানেই তার শারীরিক অবস্থার উন্নতি-অবনতি ঘটছে। গত ২৭ জুলাই তাকে চিকিৎসা দেওয়া হয়।
ওইদিন হাসপাতালের ‘এ’ ব্লক থেকে ডেন্টাল ডিপার্টমেন্ট ব্লকের চার তলায় নেওয়ার সময় খালেদা জিয়াকে দুইবার হুইল চেয়ারে মাথা নুয়ে পড়তে দেখা গেছে। এর আগে যখন তাকে হাসপাতালে আনা হয়েছিল তখনকার চেয়ে অনেকটাই শুকনো ও ক্লান্ত দেখা গেছে। এ নিয়ে উদ্বেগে বিএনপি। বর্তমান পরিস্থিতি নিয়ে বিএনপি এবং হাসপাতাল কর্তৃপক্ষ পাল্টাপাল্টি ব্রিফিং করেছে।