ওসমানী হাসপাতাল মর্গে পড়ে থাকা কে এই বৃদ্ধ!
প্রকাশিত হয়েছে : ৪:০২:০২,অপরাহ্ন ২৪ সেপ্টেম্বর ২০১৯ | সংবাদটি ৮৯৭ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পড়ে থাকা এক বৃদ্ধের মরদেহের পরিচয় সনাক্ত করতে স্বজনদের খোঁজ করছে পুলিশ।
পুলিশ জানায়, রবিবার (২২ সেপ্টেম্বর) অজ্ঞাত ওই ব্যক্তি ওসমানী শিশু পার্কের সামনে রিকশা থেকে পড়ে যান। পরে ইমন নামের এক ব্যক্তি তাকে ওসমানী হাসপাতালে নিয়ে আসেন।
সোমবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১০টায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। যার আনুমানিক বয়স ৬০। বর্তমানে মরদেহটি ওসমানী হাসপাতালের হিমাগারে রয়েছে।
এ দিকে হাসপাতাল কর্তৃপক্ষ ওই বৃদ্ধের মরদেহ ওসমানীতে পড়ে আছে জানিয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কোতোয়ালী মডেল থানা পুলিশকে লিখিত ভাবে জানানো হয়।
এ ব্যাপারে এসআই শেখ মো. মিজানুর রহমান জানান, মরদেহের পরিচয় শনাক্ত করতে না পারায় মৃত ব্যক্তির লাশ দাফন করা সম্ভব হচ্ছে না। অজ্ঞাত মৃত ব্যক্তির পরিচয় শনাক্ত করতে সকলের সহযোগিতা চেয়েছেন।
কেউ তার পরিচয় জেনে থাকলে ০১৭৩৭-১৭৭৪৭৩, ০১৮৬৮-৪৭৫৫৮৭ মোবাইল নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করেন পুলিশের ওই কর্মকর্তা।