নির্বাচন কমিশন ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে, ইভিএম ক্ষতিগ্রস্ত!
প্রকাশিত হয়েছে : ৮:২২:২২,অপরাহ্ন ০৮ সেপ্টেম্বর ২০১৯ | সংবাদটি ৩৮৬ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: বাংলাদেশ নির্বাচন কমিশন ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের ১২টি ইউনিটের শতাধিক সদস্যদের পাশাপাশি আগুন নিয়ন্ত্রণে যোগ দেয় পুলিশ, র্যাব ও ক্রাউফ কন্ট্রোলের সদস্যরা।
জানা গেছে, আগুন লাগার ৩০ মিনিট পর তা নিয়ন্ত্রণে আসে। আগুনে নির্বাচনের জন্য ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ক্ষতিগ্রস্ত হয়েছে।
রবিবার (৮ সেপ্টেম্বর) রাত ১১ টা ৬ মিনিটের দিকে নির্বাচন কমিশন ভবনের বেজমেন্টে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট সাথে সাথে এবং পরে আরও ৭টি ইউনিট যোগ দিয়ে রাত ১২টা ২৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার মো. কামরুল হাসান।
তিনি জানান, রবিবার রাত ১১টা ৬ মিনিটের দিকে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দল আগুন নিয়ন্ত্রণে আনে।
তিনি বলেন, বেজমেন্ট থেকে আগুনের সূত্রপাত। তবে আগুন কিভাবে লাগছে, কোথা থেকে লাগছে এ ব্যপারে বিস্তারিত পরে জানানো হবে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।
এদিকে ইসি সূত্রমতে, নির্বাচন কমিশন ভবনের বেজমেন্টে মোট ৪৫০০ ইভিএমের মধ্যে কিছু ইভিএম সেখানে ছিল। তবে কত সংখ্যক ইভিএম ছিলো তা জানা যায়নি।