কারফিউ: ফখরুল চান দেশের, কাদের চান বিএনপির!
প্রকাশিত হয়েছে : ১২:০৭:৫১,অপরাহ্ন ০৩ আগস্ট ২০১৯ | সংবাদটি ৭৭৭ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: ডেঙ্গু প্রতিরোধে দেশে জরুরী অবস্থা ঘোষণা (কারফিউ) চান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের চান দেশের জন্য নয় বিএনপির জন্য জরুরী অবস্থা ঘোষণা করা দরকার।
শুক্রবার (২ আগস্ট) বিকালে ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য অধ্যাপক ফরহাদ হালিম ডোনারকে দেখতে গিয়ে বিএনপির মহাসচিব জরুরী অবস্থা ঘোষণার দাবি জানিয়েছিলেন।
এসময় মির্জা ফখরুল বলেন, আমরা মনে করি, ডেঙ্গু নিয়ে রাজনীতি না করে অবিলম্বে জরুরি অবস্থা ঘোষণা করা উচিত। কিছুটা যুদ্ধকালীন অবস্থার মতো করা দরকার। কারণ, এখন সময় খুব কম। সরকারের উচিত বিলম্ব না করে সংশ্লিষ্ট সবার কাছ থেকে সহযোগিতা নিয়ে কাজ করা। আমাদের যারা চিকিৎসক আছেন, তাদের সবার কাছ থেকে পরামর্শ নেওয়া।
এদিকে, শনিবার (৩ আগস্ট) সকালে রাজধানীর ফার্মগেটের আনন্দ সিনেমা হলের সামনে ডিএনসিসির পাঁচ নম্বর অঞ্চলের পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধনকালে আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ডেঙ্গু নিয়ে অনেকের কাজে নেই, তারা কখনো বলে দেশে মহামারি ঘোষণা করো, কখনো বলে দেশে জরুরি অবস্থা ঘোষণা করো। আমি বলি দেশে নয় বিএনপিতে জরুরি অবস্থা ঘোষণা করা দরকার, তারা জরুরি সংকটে আছে। দল হিসেবে ব্যর্থতার দগদগে ঘা যাদের, যারা শুধু ব্যর্থ, নির্বাচনে ব্যর্থ, আন্দোলনে ব্যর্থ।
ওবায়দুল কাদের বলেন, বিএনপি ডেঙ্গু নিয়ে রাজনীতি করছে। দেড় বছরেও খালেদা জিয়ার জন্য দেড় মিনিট যারা আন্দোলন করতে পারেনি, যারা বিরোধী দল হিসেবে দায়িত্বশীল ভূমিকা পালনে ব্যর্থ, জরুরিভাবে তাদের বিপদ–সংকট থেকে উদ্ধার করার জন্য জরুরি অবস্থা দরকার। দেশের মানুষ কাজ চায়, নাম চায় না।
দেশ যখন ডেঙ্গু নিয়ে শঙ্কিত, ঠিক তখনই দেশের বৃহৎ দুই দলের গুরুত্বপূর্ণ দুই নেতার ডেঙ্গু প্রতিরোধ নিয়ে এমন মন্তব্যে দেশবাসি হতবাক। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন রাজনীতি করার সময় আছে। দেশের মানুষ এখন ডেঙ্গু নিয়ে দিশেহারা। প্রতিদিনই ডেঙ্গু রোগি বাড়ছে। এ ডেঙ্গু কিভাবে প্রতিরোধ করা যায়, সম্মিলিতভাবে তা করা প্রয়োজন।