জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শুক্রবার
প্রকাশিত হয়েছে : ১:৫০:২২,অপরাহ্ন ০১ আগস্ট ২০১৯ | সংবাদটি ৮১৮ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: পবিত্র ঈদুল আজহার তারিখ নির্ধারণের লক্ষ্যে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শুক্রবার (২ আগস্ট)। ঐদিন সন্ধ্যা সোয়া সাতটার দিকে বায়তুল মুকাররম ইসলামিক ফাউন্ডেশন সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হবে।
বৈঠকে ১৪৪০ হিজরি সনের জিলহজ মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা ও এ ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
বৃহস্পতিবার (১ আগস্ট) ইসলামিক ফাউন্ডেশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানায়।
এ সভায় ধর্ম প্রতিমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি অ্যাড. শেখ মো. আব্দুল্লাহ সভাপতিত্ব করবেন।
দেশের আকাশে কোথাও জিলহজ মাসের চাঁদ দেখা গেলে সেটি টেলিফোন নম্বর : ৯৫৫৯৬৪৩, ৯৫৫৫৯৪৭, ৯৫৫৬৪০৭ ও ৯৫৫৮৩৩৭, ৯৫৫৯৪৯৩ ও ফ্যাক্স নম্বর ৯৫৬৩৩৯৭ ও ৯৫৫৫৯৫১ কিংবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী অফিসারকে জানানোর জন্য অনুরোধ জানানো হয়েছে। বাসস।