ডেঙ্গু মোকাবেলার চ্যালেঞ্জেও সরকার উত্তীর্ণ হবে!
প্রকাশিত হয়েছে : ১:১০:৪১,অপরাহ্ন ৩১ জুলাই ২০১৯ | সংবাদটি ৩০৭ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: অতীতের সকল চ্যালেঞ্জের মতো ডেঙ্গু মোকাবেলার চ্যালেঞ্জেও সরকার উত্তীর্ণ হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের।
বুধবার (৩১ জুলাই) রাজধানীর জিগাতলায় তিনদিনব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধনকালে তিনি এ মন্তব্য করেন।
দেশে ডেঙ্গুর ভয়াবহতার মধ্যে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের মালয়েশিয়া সফর প্রসঙ্গে মেতুমন্ত্রী বলেন, কে দেশে, কে বিদেশে তা বিষয় নয়। ডেঙ্গু মোকাবেলায় কাজ হচ্ছে কি না তাই দেখার বিষয়। ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টিই আসল কাজ।
বর্তমান পরিস্থিতিকে মানবিক সঙ্কট উল্লেখ করে তিনি বলেন, ডেঙ্গু মোকাবেলায় সবাইকে এক হয়ে কাজ করতে হবে। অন্য যেকোনো চ্যালেঞ্জের মতো ডেঙ্গু মোকাবেলায়ও সরকার সফল হবে, ইনশাআল্লাহ।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, পরিস্থিতি বিবেচনায় স্বাচিপ (স্বাধীনতা চিকিৎসক পরিষদ) বিনামূল্যে ডেঙ্গুর রক্ত পরীক্ষা করবে। পাড়া-মহল্লায় এই পরিচ্ছন্নতা অভিযান চলবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য আখতারুজ্জামান, সংসদ সদস্য ইলিয়াস মোল্লা প্রমুখ।