সমালোচান মুখে রাতেই দেশে ফিরছেন স্বাস্থ্যমন্ত্রী!
প্রকাশিত হয়েছে : ১২:২০:১৯,অপরাহ্ন ৩১ জুলাই ২০১৯ | সংবাদটি ৪০০ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: দেশজুড়ে ডেঙ্গু জ্বরের প্রকোপ মারাত্মক হারে বৃদ্ধি পাওয়ায় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক স্বাস্থ্য মন্ত্রণালয়ের সকল কর্মকর্তা-কর্মচারীদের ঈদের ছুটি বাতিল করে বেড়াতে নিজে চলে গিয়েছিলেন মালয়েশিয়া। গত ২৮ জুলাই তিনি কুয়ালালামপুরের উদ্দেশ্য সপরিবারে রওনা করেন। ৪ আগস্ট দেশে ফেরার কথা ছিলো। এমন খবর প্রচার হলে চারদিকে সমালোচনার ঝড় উঠে। এ সমালোচনার মুখে রাতেই দেশে ফিরছেন স্বাস্থ্যমন্ত্রী। ফিরেই বৃহস্পতিবার (১ আগস্ট) সকালে দেশের ডেঙ্গু পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন করার কথা রয়েছে তার।
বুধবার (৩১ জুলাই) স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাইদুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
মাইদুল ইসলাম আরও বলেন, সর্বশেষ ডেঙ্গু পরিস্থিতি ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্যোগ জানাতেই মন্ত্রির এই সংবাদ সম্মেলন।
এর আগে স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা জানিয়েছিলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক মানিকগঞ্জে আছেন। সেখানে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করছেন।
তবে বিমাবন্দরসূত্রে জানা গিয়েছিল, গেলো ২৮ জুলাই ব্যক্তিগত ভ্রমণে মালয়েশিয়ায় যান স্বাস্থ্যমন্ত্রী। সেখান থেকে ৪ আগস্ট দেশে ফেরার কথা।
এর আগে ২৫ জুলাই ঢাকা মেডিকেল কলেজে এক সেমিনারে স্বাস্থ্যমন্ত্রী বলেছিলেন, এডিশ মশার প্রজনন ক্ষমতা রোহিঙ্গাদের মতই। এ নিয়ে সমালোচনার মুখে পড়েন তিনি। ঢাবি শিক্ষার্থীরা পরদিন তার কুশপুত্তলিকা দাহ করে প্রতিবাদ করে।