রন্জু-আক্তার-আফছর পরিষদের নিবার্চনী মতবিনিময় সভা অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ৩:৪৬:০৫,অপরাহ্ন ৩০ ডিসেম্বর ২০১৬ | সংবাদটি ১৩৭৩ বার পঠিত
গত ১৩ নভেম্বর রবিবার রন্জু-আক্তার-আফসর পরিষদের এক সভা পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব ও গোলাপগঞ্জ হেলপিং হ্যান্ডসের অন্যতম সদস্য আব্দুল কাদির হাসনাত এর সভাপতিত্বে ও গোলাপগঞ্জ হেলপিং হ্যান্ডসের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও রন্জু-আক্তার-আফসর পরিষদের সদস্য সচিব আনোয়ার শাহজাহানের পরিচালনায় সবার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন গোলাপগঞ্জ হেলপিং হ্যান্ডসের প্রতিষ্ঠাতা সদস্য আব্দুল বাছির। সভায় উপস্থিত সবাইকে পরিচয় করিয়ে দেন প্রতিষ্ঠাতা সভাপতি সায়াদ আহমদ সাদ।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রন্জু-আক্তার-আফসর পরিষদ নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মোহাম্মদ আনোয়ার হোসেন, গোলাপগঞ্জ হেলপিং হ্যান্ডসের উপদেষ্টা ও গরীর এতিম ট্রাষ্টের চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ শামছুল হক, ঢাকাদক্ষিণ ইউনিয়নের বিশিষ্ট মুরব্বী ও কমিউনিটি ব্যক্তিত্ব আতাউর রহমান আঙুর মিয়া, গোলাপগঞ্জ এডুকেশন ট্রাষ্টের প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক সভাপতি মস্তফা মিয়া, গোলাপগঞ্জ হেলপিং হ্যান্ডসের প্রতিষ্ঠাতা সদস্য ও বতর্মান উপদেষ্টা গীতিকার রুহুল আমিন রুহেল, গোলাপগঞ্জ হেলপিং হ্যান্ডসের সহ-সভাপতি মাসুদ আহমদ জুয়েল, যুগ্ম সম্পাদক কামাল উদ্দিন, প্রতিষ্ঠাতা সদস্য ও সহ-কোষাধ্যক্ষ জাকির হোসেন, বাঘা ইউনিয়ন ডেভলপমেন্ট এসোসিয়েশন ইউকের উপদেষ্টা আব্দুল বারী নাছির, ঢাকাদক্ষিণ ডিগ্রী কলেজের সাবেক ভিপি তৌফিকুল আহমদ লিটু, বামিংহাম কমিউনিটির তরুন সংগঠক রেজাউল ইসলাম বিললাহ ও মোহাম্মদ ইসমাইল, সংগঠনের অন্যতম সদস্য ইকবাল হোসেন, মুজিবুর রহমান, জাহেদ আহমদ, আবুল কালাম, পাশের আহমদ, জামাল, মুন্না প্রমুখ।
সভায় রন্জু-আক্তার-আফছর পরিষদের পদপ্রার্থীদের মধ্যে যারা উপস্থিত ছিলেন তারা হলেন সভাপতি পদপ্রার্থী ও বতর্মান কমিটির ক্রীড়া সম্পাদক তমিজুর রহমান রনজু (পৌরসভা), সাধারণ সম্পাদক পদপ্রার্থী ও বতর্মান কমিটির সহ-সভাপতি আক্তার হোসেন (বাদেপাশা), সহ-সভাপতি পদপ্রার্থী মো দিলওয়ার হোসেন (ফুলবাড়ি), সহ-সভাপতি পদপ্রার্থী ও বতর্মান কমিটির ইসি সদস্য জামান মিয়া (বাঘা), যুগ্ম সম্পাদক পদপ্রার্থী মিছবা মাছুম (বাঘা), মেম্বারশীপ সেক্রেটারী পদপ্রার্থী সালেহ আহমদ (বুধবারীবাজার) ইসি সদস্য পদপ্রার্থী আব্দুল মুমিত রুহেল (বাদেপাশা) ও হাম্মাদ আল হাদী (ঢাকাদক্ষিন), ইসি সদস্য পদপ্রার্থী আমিনুল ইসলাম রাবেল ও জি এম অপু শাহরিয়া (পৌরসভা), ফখরুল ইসলাম (বুধবারীবাজার) প্রমুখ।
সভায় আগামি ৪ ডিসেম্বর গোলাপগঞ্জ হেলপিং হ্যান্ডসের অনুষ্ঠিতব্য নির্বাচনে ভোট দিয়ে রন্জু-আক্তার-আফছর পরিষদকে নিবার্চিত করার জন্য সংগঠনের সকল সদস্যদের প্রতি অনুরোধ জানানো হয়।
- Election Mani festo