যুক্তরাজ্যে লামাচন্দরপুর এলাকাবাসীকে নিয়ে ট্রাস্ট গঠন
প্রকাশিত হয়েছে : ৯:৪৭:৩৭,অপরাহ্ন ২৭ জুলাই ২০১৯ | সংবাদটি ৩৩৭ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: গোলাপগঞ্জ উপজেলার বুধবারীবাজার ইউনিয়নের লামাচন্দরপুর এলাকার যুক্তরাজ্য প্রবাসীদের নিয়ে গঠিত হলো ‘লামাচন্দরপুর ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে’ নামে সামাজিক উন্নয়নমূলক সংস্থা।
সম্প্রতি পূর্ব লন্ডনের টারনার স্টিটে যুক্তরাজ্য বসবাসকারী এলাকার সর্বস্তরের মানুষকে নিয়ে অনুষ্ঠিত এক সভায় এ ট্রাস্ট গঠন করা হয়।
প্রাক্তন কাউন্সিলর মোহম্মদ ফানু মিয়ার সভাপতিত্বে ও প্রিন্সিপাল সলিসিটর হাসানুজ্জামান খানের সঞ্চালনায় সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন হাফিজ বদরুল ইসলাম।
এসময় বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন শাহজালাল ব্যাংকের ডাইরেক্টর হারুন মিয়া, মাহবুবুর রহমান রুনু, আব্দুল জলিল, জামাল উদ্দিন, গীতিকার ফজলুর রহমান ফলু, আব্দুল হক, হুমায়ুন কবির রুমেল, ফয়জুল হক, দেলোয়ার হোসেন, সালেহ আহমেদ, তাজ উদ্দিন, সামিম উদ্দিন, বদরুল ইসলাম, ফখরুল ইসলাম, সামিম আহমেদ, ফখর উদ্দিন প্রমুখ।
ট্রাস্টটি পরিচালনার জন্য প্রাথমিকভাবে ৯ সদস্য বিশিষ্ট একটি এডহক কমিটি গঠন করা হয়। পরবর্তীতে বড় পরিসরে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠনেরও সিদ্ধান্ত হয়। এডহক কমিটির সদস্যরা হচ্ছেন- হাসানুজ্জামান খান, ফজলুর রহমান ফলু, হুমায়ুন কবির রুমেল, ফয়জুল হক, সালেহ আহমেদ, তাজ উদ্দিন, বদরুল ইসলাম, ফখরুল ইসলাম ও সামিম উদ্দিন। গঠিত এডহক কমিটি আগামী ১৫ সেপ্টেম্বর বিকেল ৫টায় ক্রিস্টান স্টিটের চিল্ড্রেন সেন্টারে এক সভার আহবান করেন। এ সভায় নতুন সদস্য সংগ্রহ ও এলাকার উন্নয়নে পরিকল্পনা গ্রহণের সিদ্ধান্ত গৃহিত হবে বলে জানা গেছে। এতে যুক্তরাজ্যে বসবাসরত এলাকার সকলকে উপস্থিত থাকার আহবান জানিয়েছেন ট্রাস্ট কর্তৃপক্ষ।