শরিফগঞ্জে আনোয়ার ও আব্দুল মতিন চাঁন মিয়া ট্রাস্টের ত্রাণ বিতরণ
প্রকাশিত হয়েছে : ৩:৩৬:৪৮,অপরাহ্ন ২৬ জুলাই ২০১৯ | সংবাদটি ৩১৭ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: গোলাপগঞ্জের শরিফগঞ্জে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করেছে আনোয়ার ওয়েল ফেয়ার ও আব্দুল মতিন চাঁন মিয়া এডুকেশন ট্রাস্ট।
বুধবার (২৪ জুলাই) শরীফগঞ্জ ইউনিয়নের কালিকৃষ্ণপুর এলাকায় দুই ট্রাস্টের যৌথ উদ্যোগে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
এলাকার ১৬০ জন গরীব ও অসহায় বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে জনপ্রতি চাল, ডাল, আলু, তেল এবং লবন তুলে দেয়া হয়।
ত্রাণ বিতরণকালে আনোয়ার ওয়েল ফেয়ার ট্রাস্ট এবং আব্দুল মতিন চাঁন মিয়া এডুকেশন ট্রাস্টের প্রতিনিধি হিসেবে সঙ্গে ছিলেন লন্ডন প্রবাসী রাসেল আহমদ, ঢাকাদক্ষিণ ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য রেজাউল করিম রাজু, কাউছার রেজা রতন, গৌস উদ্দিন, আমিনুল ইসলাম লস্কর, কালিকৃষ্ণপুর গ্রামের সৌদিআরব প্রবাসী খুরশেদ আলম, একই গ্রামের সাবেক মেম্বার মোঃইসমাইল হোসেন সিরাজী প্রমুখ।
ত্রাণ বিতরণকালে লন্ডন প্রবাসী রাসেল আহমদ বলেন, বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য ত্রাণ নিয়ে এসেছি সেটা বড় কথা নয়, সবচেয়ে বড় কথা হলো সরেজমিন বন্যা দুর্গতদের পাশে এসে দাঁড়াতে পেরেছি এবং সকলের ভাল মন্দের খোঁজ খবর নিতে পেরেছি এটাই চরম সার্থকতা। পরবর্তীতে বন্যায় ক্ষতিগ্রস্ত দের জন্য অন্য কোন সাহায্যের ব্যবস্থা করা যায় কিনা উভয় ট্রাস্টের সদস্যদের সাথে আলোচনা করে দেখবেন বলে আশ্বস্ত করেন তিনি।সবশেষে বন্যায় ক্ষতিগ্রস্তদের ধৈর্য্য সহকারে বন্যা মোকাবেলা করার আহবান করেন তিনি।