রাত পোহালেই লন্ডনে গোলাপগঞ্জবাসীর মিলনমেলা
প্রকাশিত হয়েছে : ৯:০৩:৫২,অপরাহ্ন ২৭ জুলাই ২০১৯ | সংবাদটি ৬৭৩ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: আর মাত্র কয়েক ঘন্টা পরই লন্ডনে অনুষ্ঠিত হতে যাচ্ছে গোলাপগঞ্জবাসীর বৃহৎ এবং জনপ্রিয় ‘গোলাপগঞ্জ ফেস্টিভ্যাল বা গোলাপগঞ্জ উৎসব’।
আগামীকাল রবিবার (২৮ জুলাই) পূর্ব লন্ডনের ব্রার্ডি আট সেন্টারে এ উৎসবের আয়োজন করেছে ‘গোলাপগঞ্জ সোশ্যাল ট্রাস্ট’। এ অনুষ্ঠানে ঘটবে গোলাপগঞ্জবাসীর মিলনমেলা।
এতো বড় আয়োজনের একমাত্র উদ্দেশ্যই হচ্ছে নিজ উপজেলার মানুষের সাথে একে অপরের পরিচিতি, সংস্কৃতি, ইতিহাস-ঐতিহ্য তুলে ধরা।
এ উৎসবকে ঘিরে দীর্ঘদিন থেকে অধির আগ্রহে আছেন যুক্তরাজ্যে বসবাসকারী গোলাপগঞ্জের নারী-পুরুষ, বালক-বালিকাসহ সকল মত পথের মানুষ। ঐদিন দেখা হবে নিজ উপজেলার অনেক পরিচিত-অপরিচিত মানুষের সাথে, কথা হবে দেশ, উপজেলা ও নিজের এলাকা নিয়ে। জানা হবে একে অপরের পরিবার-পরিজন বিষয়ে।
এ আয়োজনকে সফল করতে দীর্ঘ দুই মাস থেকে ট্রাস্টের কর্ণধাররা পরিশ্রম করে যাচ্ছেন। শহরে শহরে গিয়ে সভা সেমিনার করছেন, উৎসবের পুরো আয়োজন নিয়ে ইতোমধ্যে সাবাদিক সম্মেলনও অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ বা বিশ্বের অন্যান্য দেশে বসেও যাতে গোলাপগঞ্জের এ উৎসব সকলে উপভোগ করতে পারেন সেজন্য ‘গোলাপগঞ্জ সোশ্যাল ট্রাস্ট’র ফেসবুক পেইজ (facebook.com/GolapganjSocialTrust) পুরো অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে। এছাড়াও কয়েকটি টেলিভিশন চ্যানেলও অনুষ্ঠানটি সম্প্রচার করবে।
কখন কোন অনুষ্ঠান হবে তানিয়ে পুরো উৎসবের অনুষ্ঠানমালাও প্রকাশ করেছেন আয়োজকরা।
নিম্নে পুরো অনুষ্ঠানমালা তুলে ধরা হলো:
▪︎ দুপুর ১২.৩০ ঘটিকায় – শুভ উদ্বোধন
▪︎ দুপুর ১.৩০ ঘটিকায় – মহিলাদের তত্ত্বাবধানে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা
▪︎ ১২.৪৫ -২.০০ ঘটিকা পর্যন্ত নামাজ ও মধ্যাহ্নভোজের বিরতি (দুপুর ৩.০০ ঘটিকার পর কোন খাবার পরিবেশন করা হবে না)
▪︎ দুপুর ২.০০ ঘটিকায় – সেমিনার ও আলোচনা সভা
▪︎ বিকাল ২.৪৫ ঘটিকায় – পুঁথি পাঠের আসর
▪︎ বিকাল ৩.১৫ ঘটিকায় – “প্রজন্মের সেতু” স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন
▪︎ বিকাল ৩.৩০ ঘটিকায় – গোলাপগঞ্জ কাপ ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ
▪︎ বিকাল ৪.০০ ঘটিকায় – এচিভমেন্ট অ্যাওয়ার্ড প্রদান
▪︎ বিকাল ৪.১৫ ঘটিকায়- গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্টের বোর্ড অব ম্যানেজমেন্ট কমিটি এবং ইসি কমিটির সদস্যদের পরিচিতি অনুষ্ঠান
▪︎ বিকাল ৪.৪৫ ঘটিকায় – বিজ্ঞাপন দাতাদের সম্মাননা প্রদান
▪︎ বিকাল ৫.০০ ঘটিকায় – যাদু প্রদর্শনী
▪︎ বিকাল ৫.১৫ ঘটিকায় – সিলেটি আঞ্চলিক গান
▪︎ বিকাল ৫.৪৫ ঘটিকায় – ধামাইল গান ও নাচ
▪︎ সন্ধ্যা ৬.১৫ ঘটিকায় – শুধুমাত্র মহিলাদের অংশগ্রহণে অনুষ্ঠান
▪︎ সন্ধ্যা ৬.৩০ ঘটিকায় – সাংস্কৃতিক অনুষ্ঠান, গান ও নাচ
▪︎ সন্ধ্যা ৭.৫০ ঘটিকায়- “গোলাপগঞ্জ উৎসব ২০২০” এর লোগো উন্মোচন এবং তারিখ ঘোষণা
▪︎ সন্ধ্যা ৮.০০ ঘটিকায় – সমাপনী বক্তব্যের মাধ্যমে গোলাপগঞ্জ উৎসব এর সমাপ্তি ঘোষণা।
এদিকে, ব্রিটেনে গোলাপগঞ্জবাসীর প্রথম উৎসব গোলাপগঞ্জ ফেস্টিভ্যাল সাফল্য কামনা করে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন মিনিস্টার ফর হাউসিং, কমিউনিটি এন্ড লকেল গভর্নমেন্ট এর সেক্রেটারি লর্ড ব্রাউন, বাংলাদেশ হাইকমিশনার সাঈদা মুনা তাসনিম, লন্ডন বারা অব টাওয়ার হ্যামলেটস এর নির্বাহী মেয়র জন বিগস, গোলাপগঞ্জ- বিয়ানীবাজার নির্বাচনী এলাকার সংসদ সদস্য নুরুল ইসলাম নাহিদ এমপি সহ ব্রিটেন এবং বাংলাদেশের বিশিষ্টজনেরা।
এ উৎসব সফল ও স্বার্থক হোক এটাই গোলাপগঞ্জবাসীর কামনা।
বিদেশের মাটিতেও আমরা সফল, এটা দেখাতে হবে বিশ্বকে। এ প্রত্যাশা সকলের প্রতি।