গোলাপগঞ্জের তুহিনকে যেভাবে পিটিয়ে হত্যা করা হয় (ভিডিও)
প্রকাশিত হয়েছে : ১২:১৭:১২,অপরাহ্ন ২৫ জুলাই ২০১৯ | সংবাদটি ১৬৬২ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: সিলেটের দক্ষিণ সুরমার আলমপুরস্থ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে তুচ্ছ ঘটনার জেরে সহপাঠীদের হামলায় খুন হন গোলাপগঞ্জের যুবক তানভির হোসেন তুহিন।
তাকে কিভাবে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের চার দেয়ালের ভিতরেই খুন করা হয়। এসময় তার সহপাঠী অনেকেই ছিলেন। এরকম একটি ভিডিও যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। তা নিম্নে পোস্ট করা হলো।
বুধবার (২৪ জুলাই) বেলা ১১টায় ল্যাবের সামনে জুতা রেখে ক্লাসে যায় তুহিন। ক্লাস শেষে তার জুতা অন্য এক সহপাঠীর পায়ে দেখে তা নিয়ে বাক-বিতণ্ডা হয় তার। পরে অন্য সহপাঠীদের মধ্যস্থতায় বিষয়টি মিমাংসা হয়।
কিন্তু বাসায় ফেরার পথে সেই সহপাঠী আরো কয়েকজনকে নিয়ে তুহিনের ওপর হামলা চালায়। এরপর তাকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেখানকার চিকিৎসকরা তাকে দ্রুত ঢাকা নেওয়ার পরামর্শ দেন। ঢাকায় নেওয়ার পথেই তুহিনের মৃত্যু হয়।
তুহিন গোলাপগঞ্জ উপজেলার কোনাচর দক্ষিণভাগ পলিকাপন গ্রামের মানিক মিয়ার পুত্র। সে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের কম্পিউটার বিষয়ে শিক্ষার্থী ছিল।
সিলেট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ ওয়ালিউল্লা মোল্লা বলেন, ‘আমি ঢাকায় ছিলাম। সকালে দুই ছাত্রের মধ্যে জুতা নিয়ে বিতণ্ডা থেকে একজনকে মারধর করা হয়েছে বলে শুনেছি। হামলার খবর পেয়ে আমাদের শিক্ষকরা আহত ছাত্রকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
এদিকে, বুধবার রাতে নিহত তুহিনের চাচা নাজিম উদ্দিন বাদি হয়ে ১০ জনকে আসামী করে মোগলাবাজার থানায় মামলা দায়ের করেন।
নীচের লিংকে দেখুন কিভাবে পিটিয়ে তুহিনকে হত্যা করা হয়– (সংগৃহিত)
https://www.youtube.com/watch?v=TATjk_fHodY#action=share