সিলেটে ফিটনেস নেই ৪৪ হাজার ৮০৫ গাড়ির!
প্রকাশিত হয়েছে : ১২:১৭:২১,অপরাহ্ন ২৩ জুলাই ২০১৯ | সংবাদটি ৪৪৮ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: সিলেট বিভাগে ৪৪ হাজার ৮০৫ টি ফিটনেসবিহীন গাড়ি রয়েছে বলে জানিয়েছে বিআরটিএ। আর সারাদেশে এরসংখ্যা ৪ লাখ ৭৯ হাজার ৩২০টি।
মঙ্গলবার (২৩ জুলাই) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কেএম হাফিজুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চে বিআরটিএর পক্ষ থেকে এই প্রতিবেদন দাখিল করা হয়। প্রতিবেদনটি পেশ করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক।
প্রতিবেদনে বলা হয়, ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে জরিমানা আদায় করা হয়েছে ৬ কোটি ৭২ লক্ষ ২৩ হাজার ৩৯২ টাকা। বিআরটিএ ও জেলা ম্যাজিস্ট্রেট এই অভিযান পরিচালনা করেছে। এছাড়া ২০১৮-১৯ অর্থ বছরে অভিযান চলাকালে প্রায় ৪০ হাজার মামলা করা হয়েছে।
সিলেট ছাড়াও ঢাকা বিভাগে ২ লাখ ৬১ হাজার ১১৩, চট্টগ্রাম বিভাগে ১ লাখ ১৯ হাজার ৫৮৮, রাজশাহী বিভাগে ২৬ হাজার ২৪০, রংপুর বিভাগে ৬ হাজার ৫৬৮, খুলনা বিভাগে ১৫ হাজার ৬৬৮ এবং বরিশাল বিভাগে ৫ হাজার ৩৩৮টি গাড়ি মেয়াদোত্তীর্ণ ফিটনেসবিহীন গাড়ি রয়েছে।