জমি নিয়ে ৭ বছরের দ্বন্দ্ব ২৮ দিনে সমাধান!
প্রকাশিত হয়েছে : ৪:৪৫:৫৪,অপরাহ্ন ১১ জুলাই ২০১৯ | সংবাদটি ৪২১ বার পঠিত
শরীয়তপুর থেকে মোঃ ওমর ফারুক :: শরীয়তপুরের ডামুড্যা উপজেলা সহকারী কমিশনার(ভূমি) আব্দুলাহ আল মামুন এর আন্তিরক প্রচেষ্টা দেখে সন্তুষ্ঠ ডামুড্যা উপজেলাবাসি।
ডামুড্যা পৌরসভার ৯ নং ওয়ার্ডের মৃত মকবুল বেপারীর ছেলে আব্দুল কাদের বেপারী (৫৫) বলেন আমি
দীর্ঘ ৭ বছর ধরে জমি নিয়ে বিরোধের মামলা চালিয়ে ডিক্রি পাই। ডিক্রি পাওয়ার পরেও আমি রায়ের মূল কপি না পেয়ে হতাশ হয়ে এক সময় আমি কাগজ পত্রের আশা ছেড়ে দেই।
দেড়মাস আগে লোক মারফত জানতে পারি ডামুড্যায় নতুন এসিল্যান্ড যোগদান করছে এবং সে ধনী -গরিব সকল শ্রেনীর পেশার মানুষের জমির সমস্যা সঠিক ভাবে সমধান করে দিচ্ছে, এ কথা জানার পর আমি এসিল্যান্ড স্যারের সাথে দেখা করে আমার জমির বিষয়টি বলি স্যার আমাকে আশ্বাস দেন ।
তার পর মাত্র ২৮ দিন পর আমার সকল কাগজ আজ আমাকে বুঝিয়ে দিছেন,আমি দোয়া করি জননেত্রী শেখ হাসিনার সরকারের সকল সরকারি অফিসে যেন মামুন স্যারের মত অফিসার থাকে।
সহকারী কমিশনার (ভূমি) আব্দুলাহ আল মামুন বলেন জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা ও ২০৪১ সালের উন্নত বাংলাদেশ গড়ার যে স্বপ্ন প্রধানমন্ত্রী দেখেছেন, তা বাস্তবায়ন করার জন্য আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।
তিনি আরো বলেন আমি সরকারী চাকুরী করি আমার অফিসে সকল শ্রেনীর জনসাধারণের জন্য উন্মুক্ত এই অফিস জনগণের, আমার এখানে যারাই সমস্যা নিয়ে আসে আমি চেষ্টা করি সকল প্রকার নিয়ম কানুন মেনে অতিদ্রুত সময়ের মধ্যে সমস্যা সমাধান করে দিতে।
কোন অতিরিক্ত অর্থ খরচ ছাড়াই এ এলাকার অসহায় ও নাগরিকসেবা দেয়া হয়।