সিলেটের তিন আইজীবী সহকারী অ্যাটর্নি জেনারেল হলেন
প্রকাশিত হয়েছে : ১০:১৬:১৯,অপরাহ্ন ০৭ জুলাই ২০১৯ | সংবাদটি ৭০৪ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: সুপ্রীম কোর্টে নতুন সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন সিলেটের তিনজন আইজীবী।
নিয়োগপ্রাপ্তরা হলেন— জকিগঞ্জ উপজেলার মো. বাহার উদ্দিন আল রাজি, কানাইঘাট উপজেলার মো. হুমায়ুন কবির বাবুল ও হবিগঞ্জ বাহুবল উপজেলার শেখ মুহাম্মদ মাজু মিয়া।
রবিবার (৭ জুলাই) আইন, বিচার ও সংসদ মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সলিসিটার অনুবিভাগ থেকে রাষ্ট্রপতির আদেশক্রমে নিয়োগ সংক্রান্ত এক প্রজ্ঞাপনে তাঁদের নিয়োগ দেয়া হয়।
একই আদেশে সুপ্রিম কোর্টের ১০৫ জন আইনজীবীকে সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেয়া হয়।
সিলেটের নিয়োগপ্রাপ্তদের মাঝে হুমায়ুন কবির বাবুল সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এবং শেখ মুহাম্মদ মাজু মিয়া বাহুবল উপজেলা আওয়ামী লীগের আইন সম্পাদক।