হিজবুত তাহরীর সদস্য বিয়ানীবাজারের জুয়েল আটক!
প্রকাশিত হয়েছে : ৩:৩৯:৪৫,অপরাহ্ন ০১ জুলাই ২০১৯ | সংবাদটি ৪৫৭ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: সিলেটে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিজবুত তাহরীরের সদস্য জুয়েল আহমদ নামে একজনকে আটক করেছে পুলিশ। আটককৃত জুয়েল আহমদ (২৬) বিয়ানীবাজার উপজেলার শ্রীধরা গ্রামের আবদুল খালিকের পুত্র।
সোমবার বিকেলে সিলেট সরকারী আলিয়া মাদরাসার প্রধান ফটক থেকে তাকে আটক করা হয়।
বর্তমানে জুয়েল সিলেট নগরীর শাহজালাল উপশহরের সি ব্লকের ৫/এ নম্বর বাসায় বসবাস করতেন।
জুয়েল কোতোয়ালী মডেল থানার একটি মামলার এজহারনামীয় পলাতক আসামী। ইতোপূর্বে জুয়েলকে পুলিশ বেশ কয়েকবার গ্রেফতার করেছে। এছাড়াও তার বিরুদ্ধে বিয়ানীবাজার ও বিমানবন্দর থানায় একটি করে এবং কোতোয়ালী থানায় মোট ৩টি মামলা রয়েছে বলে জানিয়েছেন মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার জেদান আল মুসা।