আগাম জামিন নিতে ডিআইজি মিজানের আবেদন!
প্রকাশিত হয়েছে : ৮:৫৭:৫৫,অপরাহ্ন ৩০ জুন ২০১৯ | সংবাদটি ৪০৮ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে করা মামলায় আগাম জামিন চেয়ে সাময়িক বরখাস্ত পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মিজানুর রহমান হাইকোর্টে আবেদন জানিয়েছেন।
রোববার (৩০ জুন) বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি এসএম কুদ্দুস জামানের হাইকোর্ট বেঞ্চে আবেদনটি দাখিল করা হয় বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী মুহা. খুরশীদ আলম খান।
এর আগে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় সাবেক ডিআইজি মিজানুর রহমানের পক্ষে আবেদনটি দাখিল করেন আইনজীবী মুহা. আসাদুজ্জামান।
প্রসঙ্গত, এর আগে নারী নির্যাতনের অভিযোগে দায়িত্ব থেকে প্রত্যাহার হওয়া ডিআইজি মিজানুর রহমানের অবৈধ সম্পদের তদন্ত শুরু করেছিল দুর্নীতি দমন কমিশন (দুদক)। কিন্তু এই তদন্ত করতে গিয়ে দুদকের পরিচালক খন্দকার এনামুল বাছির ৪০ লাখ টাকা ঘুষ নিয়েছেন বলে অভিযোগ উঠেছে।
গত ১৯ জুন আদালত এক আদেশে মিজানুর রহমানের স্থাবর সম্পদ ক্রোক এবং ব্যাংক হিসাবের লেনদেন বন্ধ রাখার নির্দেশ দেন। গত ২৪ জুন তিন কোটি ২৮ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ডিআইজি মিজানুর রহমানের বিরুদ্ধে মামলা করে দুদক।