‘ভুয়া’ মুক্তিযুদ্ধা ৩ হাজার ১০৭ জন, ৪ হাজার ১৮৮ জন নতুন!
প্রকাশিত হয়েছে : ২:০২:২৬,অপরাহ্ন ২৯ জুন ২০১৯ | সংবাদটি ১০৩১ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: এখন পর্যন্ত তিন হাজার ১০৭ জন ‘ভুয়া’ মুক্তিযোদ্ধার সনদ ও গেজেট বাতিল করে তালিকা থেকে বাদ পড়া চার হাজার ১৮৮ জন মুক্তিযোদ্ধার নাম গেজেটে অন্তর্ভুক্তির জন্য সরকারের কাছে সুপারিশ করা হয়েছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
শনিবার (২৯জুন) জাতীয় সংসদে আওয়ামী লীগের ভোলা-৩ আসনের সাংসদ নুরুন্নবী চৌধুরীর এক প্রশ্নের জবাবে এ কথা বলেন মোজাম্মেল হক। বার্তা সংস্থা ইউএনবি এ তথ্য জানিয়েছে।
এ সময় মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আরো বলেন, ‘এছাড়া বাদ পড়া তালিকা থেকে চার হাজার ১৮৮ জন মুক্তিযোদ্ধার নাম গেজেটে অন্তর্ভুক্তির জন্য সরকারের কাছে সুপারিশ করা হয়েছে।’
তাঁদের মধ্যে নারী মুক্তিযোদ্ধা (বীরাঙ্গনা), মুজিবনগর সরকারের কর্মচারী, মেডিকেল টিমের সদস্য, শহীদ ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এবং বেসামরিক মানুষ রয়েছেন বলেও জানান মোজাম্মেল হক।