বিষ্ফোরণ ঘটিয়ে ভাঙা হলো সেতুটি!
প্রকাশিত হয়েছে : ১:৩০:০৯,অপরাহ্ন ২৯ জুন ২০১৯ | সংবাদটি ৩৯৯ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: বিস্ফোরণ ঘটিয়ে ভেঙে ফেলা হল ইতালির জিওনা শহরের প্রায় সাড়ে ৪ হাজার টন ওজনের মোরান্ডি ব্রিজ। ২০১৮ সালের ১৪ অগস্ট খারাপ আবহাওয়ার জন্য ভেঙে পড়ে ওই সেতুর কিছু অংশ। এ দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল ৪৩ জনের।
চলতি বছরের ফেব্রুয়ারি থেকেই পরিকল্পনা চলছিল সেতু দাঁড়িয়ে থাকা অবশিষ্ট অংশ ভেঙ্গে ফেলার। সেতুর দু’দিকে দু’টি টাওয়ার আর মাঝ খানে রাস্তার কিছু অংশ বেঁচে ছিল। বাকি সবই ধ্বংস হয়ে গিয়েছিল। ব্রিজের যে অংশ দাঁড়িয়ে ছিল তার ওজন প্রায় সাড়ে ৪ হাজার টনের মতো। বিপজ্জনক অবস্থায় থাকা সেই সেতুটিকে ভেঙে ফেলা ছাড়া কোনও উপায় ছিল না।
তাই ইতালির জেনোয়া শহরের মোরান্ডি ব্রিজকে ভেঙে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়। সেই মতো শুক্রবার বিস্ফোরণ ঘটিয়ে ব্রিজটি ভেঙে ফেলে প্রশাসন। সেতুর দুটি টাওয়ার ধ্বংস করার জন্য প্রায় ৫৫০ কিলোগ্রাম বিস্ফোরক ব্যবহৃত হয়। বিস্ফোরণের পর পরই আশেপাশের শহরগুলোতে প্রচুর ধুলো ছড়িয়ে পরে।
সেতু টি ভেঙ্গে ফেলার আগে সেতুর কাছে বসবাসরত ৩৪০০ এরও বেশি বাসিন্দাদেরকে তাদের বাড়ি থেকে বের করে এনে নিরাপদ স্থানে রাখা হয়েছিল। এবং সেতু ভাঙ্গার পর বাতাসে ছড়িয়ে থাকা ধুলা বালি সরে যাওয়া পর বাসিন্দাদের তাদের ঘরে ফেরত যেতে দেওয়া হবে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম।