রিফাত-তানজিনার পর পুলিশ কোপালো আসামী!
প্রকাশিত হয়েছে : ১:০৫:১৩,অপরাহ্ন ২৮ জুন ২০১৯ | সংবাদটি ১৭৮০ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: বরগুনায় প্রকাশ্যে রিফাত শরীফকে কুপিয়ে হত্যা ও ঠাকুরগাঁওয়ে তানজিনা আক্তার নামে এক নার্সকে কুপিয়ে যখমের পর এবার পিরোজপুরের কাউখালী উপজেলায় এক পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে জখম করা হয়েছে। শুক্রবার সকালে কাউখালী উপজেলার জয়কুল গ্রামে এ ঘটনা ঘটে।
গুরুতর আহত পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রফিকুল ইসলামকে (৩৬) প্রথমে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।
কাউখালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামরুজ্জামান তালুকদার জানান, প্রতিবেশী এক নারীকে লাঞ্ছিত করার ঘটনায় উপজেলার জয়কুল গ্রামের হায়দার হাওলাদারের বিরুদ্ধে কাউখালী থানায় একটি মামলা করা হয়। এ মামলার তদন্ত করতে তার বাড়িতে এক পুলিশ সদস্যকে যান রফিকুল। এ সময় ঘরে প্রবেশের সময় হঠাৎ করে ধারালো অস্ত্র দিয়ে রফিকুলকে কুপিয়ে জখম করে হায়দার। এতে হাত ও মাথায় মারাত্মকভাবে জখম হন রফিকুল।
এ সময় তাকে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল থেকে স্থানীয়রা উদ্ধার করে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশালে পাঠানো হয়। হামলাকারী হায়দারকে আটকের জন্য পুলিশ চেষ্টা করছে বলে জানান ওসি।
জয়কুল গ্রামের ইউপি সদস্য হাফিজুর রহমান শাহিন জানান, কাউখালী থানা পুলিশের এএসআই রফিকুল ইসলাম একজন পুশিল সদস্য নিয়ে হায়দার আলীর বাড়িতে গেলে তিনি ও তার স্ত্রী হেপি বেগম গাছ কাটা দা দিয়ে তাদের ওপর হামলা চালায়। এসময় এএসআই রফিকুল ইসলামের দুই হাতের রগ কেটে যায়।