কিশোর মর্তুজার মৃত্যুদণ্ড থেকে সরে দাড়ালো সৌদি!
প্রকাশিত হয়েছে : ১১:২৮:১১,অপরাহ্ন ২৬ জুন ২০১৯ | সংবাদটি ৩৬০ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: সৌদি আরবে সন্ত্রাসবাদের অভিযোগে কিশোর মুর্তজা কুরেইরিসকে মৃত্যুদণ্ড দেওয়া হবে না বলে এক প্রতিবেদনে জানিয়েছে রয়টার্স। ২০২২ সালে মুর্তজাকে মুক্তি দেওয়া হতে পারে বলেও জানানো হয় প্রতিবেদনে।
উল্লেখ্য, ২০১৪ সালে ১৩ বছর বয়সে মুর্তজাকে গ্রেফতার করা হয়। মুর্তজার অপরাধ ছিলো সে দশ বছর বয়সে, আরব বসন্তের সময়ে একটি সাইকেল র্যালিতে অংশ নেয় সে। সেসময় মর্তুজা কুরেইরিস সৌদি আরবের মানবাধিকার পরিস্থিতি সমুন্নত দেখতে চাওয়ার কথা বলে।
মুর্তজা কুরেইরিসকে ১২ বছরের প্রাথমিক সাজা দেওয়া হয়েছিল । সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশ পায় মুর্তজাকে মৃত্যুদণ্ড দেওয়ার ব্যাপারে সৌদি সরকারের পরিকল্পনাটি। এ খবর প্রকাশের পরই নিন্দার ঝড় ওঠে বিশ্বজুড়ে। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতেও তীব্র সমালোচনা শুরু হয়। এরই পরিপ্রেক্ষিতে সিদ্ধান্ত পরিবর্তন করলো সৌদি আরব।