কানাডায় সড়ক দূর্ঘটনায় নিহত নারীর পরিচয় মিলেছে!
প্রকাশিত হয়েছে : ১:০৩:৩৮,অপরাহ্ন ২২ জুন ২০১৯ | সংবাদটি ৪৬৯ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: কানাডায় সড়ক দুর্ঘটনায় নিহত মহিলার পরিচয় মিলেছে। তিনি সিলেটের দক্ষিণ সুরমা বরইকান্দি ইউনিয়নের কাজিরকলা গ্রামের মৃত আব্দুল কুদ্দুছের মেয়ে রতনা বেগম (৩৭)।
নিহত মহিলার ভাগ্নিপতি কামরান আহমদ পরিচয় নিশ্চিত করে বলেন, রতনা বেগম দুই ছেলে ও এক মেয়ে সন্তানের জননী। তাঁর স্বামী সেখানকার একটি মসজিদের ইমাম।
জানা যায়, বৃহস্পতিবার (২০জুন) কানাডার সময় বেলা ১টার দিকে সন্তানকে স্কুল থেকে আনতে গেলে দ্রুতগতির একটি কার তার উপর তুলে দেয় চালক।
এতে সন্তান বেঁচে গেলেও রত্নার দেহ ছিন্নভিন্ন হয়ে ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনায় কারটিও দুমড়েমুচড়ে যায়। আহত অবস্থায় কার চালককে আটক করেছে পুলিশ। চালক মধ্যপ অবস্থায় এ দুর্ঘটনা ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
দূর্ঘটনার সময় রত্নার পরণে বোরকা ছিলো। এ অবস্থায় তার উপর গাড়ি তুলে দেওয়া নিছক দুর্ঘটনা নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ।