গাছে পেরেক মেরে বিজ্ঞাপন টানালে জরিমানা!
প্রকাশিত হয়েছে : ২:১৭:৪০,অপরাহ্ন ১৮ জুন ২০১৯ | সংবাদটি ৪০৬ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: ‘পরিচ্ছন্ন নগরী গড়তে দেয়ালে কিছু লিখলে বা গাছে পেরেক মেরে বিজ্ঞাপন টানালে জরিমানা করা হবে ব্যক্তি ও প্রতিষ্ঠানকে।
ঢাকা উত্তর সিটি করপোরেশনকে (ডিএনসিসি) সুন্দর ও পরিচ্ছন্ন করতে এমন উদ্যোগ নিয়েছেন মেয়র আতিকুল ইসলাম।
মঙ্গলবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন অডিটোরিয়ামে এক সম্মেলনে তাঁর এ উদ্যোগের কথা জানান। এমনকি ডিএনসিসির সংশ্লিষ্ট বিভাগ ও কর্মকর্তাদের ইতোমধ্যে এ ব্যাপারে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান মেয়র।
মেয়র আতিকুল ইসলাম আরও বলেন, ‘শিশুবান্ধব নগরী গড়তে নগর অ্যাপের ফলো মি অপশনের মাধ্যমে প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা হবে। পাশাপাশি আগারগাঁওয়ে পৃথক সাইকেল লেনসহ সড়ক করা হবে।’